X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কোথায় যাচ্ছে জেনেটিকস: লিট ফেস্টে অন্তরঙ্গ আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৬, ১৯:৩২আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২০:১১

 

 

 

জেনেটিকস আলোচনায় বক্তারা

মানুষে মানুষে এত পার্থক্য, এর উৎস কী? কিসের জোরে বাসমতি চাল এত সুন্দর সরু আর কিছু চাল এত মোটা? এইসব প্রশ্নের উত্তর ফিরে যায় কোষের গহীন ভেতরে ঘাপটি মেরে বসে থাকা রহস্যময় সব জিনেরে দিকে। শনিবার ঢাকা লিটে ফেস্টের শেষ দিনে জিনবিদ্যার টুকিটাকি নিয়ে আলোচনায় বসেছিলেন বাংলাদেশের বিখ্যাত জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী এবং ভারতের মনোবিজ্ঞানী সঞ্জীব জৈন। ‘জেনেটিকস: লাইফ হ্যাকড’ নামের এই সেশনের পরিচালক ছিলেন কলকাতার স্নায়ুবিশেষজ্ঞ গর্গ চট্টোপাধ্যায়।

 বাংলাদেশের অনেক প্রত্যান্ত অঞ্চলে ধানের বিভিন্ন প্রকরণের জিন নিয়ে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে আবেদ চৌধুরী বলেন, ‘আমি এমন একটি এলাকায় বড় হয়েছি, যেখানে কৃষি এবং খাদ্যে ধানের প্রাধান্য ছিল। এরপর আমি যখন বাইরে গবেষণা করেছি, তখন্ও করেছি ধান নিয়েই। আমি বাংলাদেশের গ্রামাঞ্চলে যখন কাজ করেছি, আমি দেখেছি মানুষজন সহজেই জিনবিদ্যার প্রাথমিক ধারণাগুলোর বুঝতে পারছেন। প্রায় ১২ বছর স্কুলে স্কুলে গিয়ে কথা বলেছি কীভাবে প্রোটিনের একটি উপাদানের পরিবর্তনের কারণে কারোর মাথায় থাকে কোঁকড়ানো চুল থাকে আর কারোর মাথায় থাকে সোজা চুল। ছেলেমেয়েরা আমাকে জানিয়েছে  জেনেটিকস নিয়ে কাজ করতে তাদের আগ্রহের কথা।’

 মনোচিকিৎসক সঞ্জীব জৈন বলেন, ‘অনেক অগ্রগতি সত্ত্বেও এখনো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে। ভবিষ্যতে কী হতে যাচ্ছে, সেটা আমি ধারণা্ও করতে পারি না। এটা বলা্ও সম্ভব নয়, যে পরিবর্তন আসবে, সেটা ভালো বা মন্দ হবে। যে অগ্রগতি হবে, সেটার নিয়ন্ত্রণে কারা থাকবে, সেটা্ও পরিষ্কার নয়।’

 কথায় কথায় উঠে আসে জিএম্ও বা জিনগতভাবে পরিবর্তিত খাদ্যের কথা। আবেদ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘জিএম্ও নিয়ে যত আপত্তি, তার বেশিরভাগই এসেছে নৈতিক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণে থেকে। এইসব অভিযোগগুলোর অনেকগুলোরই কোনও বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে নয়। জিনবিজ্ঞান নিয়ে অনেক বড় আকারে কাজ করার আগে আমাদের একটি সঠিক রাজনৈতিক দর্শন দরকার, দরকার বস্তুগত তথ্য।’

 /এনএ/

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ