X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় পুলিশ প্রতিবেদন ছাড়া জামিনের শুনানি নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৭:৫১আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৭:৫৫

হাইকোর্ট তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এখন থেকে পুলিশ প্রতিবেদন দেওয়ার আগে জামিন আবেদনের শুনানি সাইবার ট্রাইব্যুনাল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর কপি দেশের সব দায়রা জজ আদালত ও মুখ্য বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তি আইনে করা এক মামলার জামিনের শুনানি করা না করার প্রশ্নে সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং মাগুরার জেলা ও দায়রা জজ আদালতের বিচারককে সতর্ক করে এ আদেশ দেন আদালত।
এর আগে তথ্যপ্রযুক্তি আইনের এক মামলায় আসামির জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করা এবং না করার প্রশ্নে হাইকোর্টে লিখিত ব্যাখ্যা দেন ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও মাগুরার জেলা ও দায়রা জজ। তাদের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন আদালত।
বিচারকের ব্যাখ্যায় বলা হয়েছে— তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৭১ ধারার বিধান অনুযায়ী ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন শুনানি করার এখতিয়ারসম্পন্ন। কারণ এর আগে পৃথক চারটি মামলার আসামিকে সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জামিনের বিষয় নিষ্পত্তির আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আইন অনুযায়ী এবং উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক জামিনের বিষয়টি নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। এরপরও জামিনের বিষয়টি শুনানির জন্য গ্রহণের মাধ্যমে অনিচ্ছাকৃত কোনও ত্রুটি থাকলে ক্ষমাপ্রার্থনা করা হলো।

গত ১৩ মার্চ তথ্যপ্রযুক্তি আইনের মামলার এক আসামির জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করা না-করার প্রশ্নে দুই বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেন হাইকোর্ট। ওই আদেশ অনুযায়ী ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম এবং মাগুরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান হাইকোর্টে তাদের পৃথক ব্যাখ্যা দাখিল করেন।

মাগুরার জেলা ও দায়রা জজ তার ব্যাখ্যায় উল্লেখ করেছেন, ট্রাইব্যুনাল গঠনের পর আইনের ৭১ ধারার বিধান অনুযায়ী দায়রা আদালত এ ধরনের মামলার জামিন আবেদন শুনানির জন্য আর গ্রহণের সুযোগ নেই। এ কারণে শুনানির জন্য জামিন আবেদনটি গ্রহণ করা হয়নি।

/এমটি/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার