X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘দেশে ৭৩ লাখের বেশি মানুষ বিষন্নতায় ভুগছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ০০:০৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ০০:০৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা ৪ দশমিক ৬ শতাংশ বিষণ্ণতায় ভুগছে বলে এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ বিষণ্ণতায় ভুগছে। দেশভেদে শতকরা ৩ থেকে ১৭ জন মানুষ বিষণ্ণতায় আক্রান্ত।’

বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৭ উপলক্ষে বুধবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এসব তথ্য জানান।

মোহাম্মদ নাসিম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের বরাত দিয়ে বলেন, ‘দেশে শতকরা ৪ দশমিক ৬ শতাংশ নারী-পুরুষ বিষণ্ণতায় আক্রান্ত। আর স্থানীয় জরিপ অনুযায়ী, দেশের প্রায় ১৬ কোটি মানুষের মধ্যে ৭৩ লাখ ৬০ হাজার মানুষ বিষণ্ণতায় ভুগছে।’

আগামী শুক্রবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস। জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্য জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে। বিষণ্ণতার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সার্বজনীন সমর্থন অর্জনের লক্ষ্যে এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের নির্বাচিত বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘আসুন, বিষণ্ণতা নিয়ে কথা বলি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের বরাতে মোহাম্মদ নাসিম বলেন, ‘সারা বিশ্বে প্রতিদিন তিন হাজার মানুষ আত্মহত্যা করে। এ হিসাবে বছরে আত্মহত্যার সংখ্যা প্রায় ১১ লাখ। এর মধ্যে বেশির ভাগ আত্মহত্যা ঘটে বিষণ্ণতাজনিত কারণে। বর্তমান বিশ্বে ডিজিজ বার্ডেন হিসেবে বিষণ্ণতার স্থান তৃতীয়।’

তিনি বলেন, ‘বিষন্নতা যে কোনও বয়সে, এমনকি শিশুদের মধ্যেও দেখা দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ৩০ থেকে ৪০ বছর বয়সে বিষন্নতার লক্ষণ প্রথমবারের মতো দেখা যায়। এছাড়া ১৫ থেকে ১৮ বছর ও ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এর ঝুঁকি কিছুটা বেশি।’

এ রোগের কারণ হিসাবে দীর্ঘ মেয়াদী রোগ, দারিদ্র্য, বেকারত্ব, একাকিত্ব, পারিবারিক ও সম্পর্কের সমস্যা, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময় ইত্যাদিকে তুলে ধরেন মন্ত্রী।

/জেএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে