X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পোস্টার লাগানোর দায়ে বনানীর ফ্যাশন হাউজ সিলগালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ১৯:৫৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২০:৪৪

পোস্টার লাগানোর দায়ে বনানীর ফ্যাশন হাউজ সিলগালা

যত্রতত্র পোস্টার লাগিয়ে নগরীর সৌন্দর্যহানির দায়ে ‘বিশ্বরঙ’ নামে বনানীর একটি ফ্যাশন হাউজ সিলগালা করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ‘দেয়াল লিখন ও পোস্টার (নিয়ন্ত্রণ) আইনে ফ্যাশন হাউজটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, গত ১২ এপ্রিল একই ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দেয়ালে প্রতিষ্ঠানটির (বিশ্বরঙ) দৃষ্টিকটু পোস্টার দেখতে পায়। তখন এসব পোস্টার অপসারণের নির্দেশও দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় প্রতিটি রাস্তার দেয়ালে পোস্টার লাগায়।

একই এলাকায় অবস্থিত ‘ফ্লোর-৬’ নামের রেস্তোরাঁকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭৫ হাজার এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’ অনুযায়ী ৭৫ হাজার টাকা মিলিয়ে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

গুলশান-১ এর ‘বুলস অ্যান্ড বাজারস’ রেস্তোরাঁকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গুলশান-১ এ ‘পিঠাঘর’ ও গুলশান-২ এর ছায়া ডেভেলপারকে ফুটপাত দখলের অপরাধে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর অধীনে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। গুলশান অ্যাভিনিউয়ে অবৈধ গাড়ি পার্কিংয়ের অপরাধে ঢাকা মেট্রো গ-৩৭-৮৫৭৬ নম্বর গাড়ির চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পোস্টার লাগানোর দায়ে বনানীর ফ্যাশন হাউজ সিলগালা অন্যদিকে ফার্মগেট, ইন্দিরা রোড, গ্রিনরোড ও কারওয়ান বাজার এলাকায় অন্য একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসি অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান। অভিযান চালিয়ে ফুটপাত দখলকারী ৫০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, ‘দেয়াল লিখন ও পোস্টার (নিয়ন্ত্রণ) আইন ২০১২ এর অধীনে ফার্মগেটের আইকন প্লাস, স্কলারস, প্যারাগন ও কনফিডেন্স, শুদ্ধ বিসিএস প্রোগ্রাম কোচিং সেন্টারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে, ইন্দিরা রোডের সাইফুরস কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা এবং গ্লোবাল আইটি ল্যাংগুয়েজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই আইনে দোষী সাব্যস্ত হওয়ায় ফার্মগেটে অবস্থিত বৈদ্যুতিক সামগ্রীর দোকান পিডি লাইট এবং গ্রিনরোডে অবস্থিত লাইফ অ্যান্ড লাইট হসপিটালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ফুটপাতে গাড়ি রাখা এবং ফুটপাত দখলের অপরাধে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর অধীনে মদিনা স্যানিটারিকে ৫ হাজার টাকা এবং দুটি মুদি দোকানকে ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

/ওএফ/  এপিএইচ/

আরও পড়ুন: 
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের