X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে প্রশ্নফাঁসের দায়ে ২ শিক্ষার্থী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ০৪:৩১আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০৪:৩২

রাজধানীতে প্রশ্নফাঁসের দায়ে ২ শিক্ষার্থী আটক রাজধানীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্ন ও উত্তরসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষার দিনে ঢাকা সিটি কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়,ধানমন্ডি আইডিয়াল স্কুলের পরীক্ষার্থী জাকির হোসেনকে। আর মোহাম্মদপুরের আলহাজ মকবুল হোসেন কলেজ কেন্দ্রের গেট থেকে আটক করা হয় তিতুমীর কলেজের অনার্সের শিক্ষার্থী পরিচয়দানকারি শাহদাত হোসেন।

আটকের পর এই দুইজনকে ধানমণ্ডি ও মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়।

এর আগে শনিবার (২২ এপ্রিল) হিসাববিজ্ঞান প্রথমপত্রের দিন সকালে এমসিকিউ প্রশ্ন ও উত্তরসহ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আটক করা হয় ধানমণ্ডি আইডিয়াল কলেজের পরীক্ষার্থী সাজেুদুল ইসলাম সাজিদকে। ভাম্যমাণ আদালত ওই শিক্ষার্থীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।ওই শিক্ষার্থী ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছিল, ফেসবুক গ্রুপ থেকে এমসিকিউ প্রশ্ন সংগ্রহ করেছিল সে।

রবিবার সন্ধ্যায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় বাংলা ট্রিবিউনকে বলেন,‘ধানমণ্ডি আইডিয়াল স্কুলের পরীক্ষার্থী জাকির হোসেনকে এমসিকিউ প্রশ্ন ও উত্তরসহ আটক করা হয়। পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে ৯টায় তারা মোবাইল ফোনে এমসিকিউ প্রশ্ন ও উত্তর পাওয়া গেছে। এছাড়া পরীক্ষা শুরুর আগে মকবুল হোসেন কলেজ কেন্দ্রের গেট থেকে দায়িত্বরত পুলিশ তিতুমীর কলেজের অনার্সের শিক্ষার্থী পরিচয়দানকারি শাহদাত হোসেনকে আটক করে তার কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক শাহাদতের সঙ্গে ৭ থেকে আটজন লোক ছিল সংগ্রহ করা প্রশ্নের উত্তর বলে দেওয়ার জন্য। একজন নারী শাহদাত হোসেনের সঙ্গে ছিলেন। যাকে পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে।’

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, ভ্রাম্যমাণ আদালতে দিলে তদন্ত করা দূরহ হচ্ছে। যাতে প্রশ্নফাঁসকারিদের তথ্য সংগ্রহ করা এবং তাদের খুঁজে বের করা যায় সে কারণে নিয়মিত মামলা করা হয়েছে।

/এসএমএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
করবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকরবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা