X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সনদ জালিয়াতি: মতিঝিল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষককে চাকরিচ্যুতির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৭, ২৩:১৪আপডেট : ১২ মে ২০১৭, ২৩:৩৫

শিক্ষা মন্ত্রণালয় সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মতিঝিল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম খানকে চাকরিচ্যুত করার নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা বাস্তবায়নের ওই চিঠি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) এবং ঢাকা শিক্ষা বোর্ডকে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান ওই চিঠি পেয়েছেন বলে স্বীকার করেছেন বাংলা ট্রিবিউনের কাছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ মে মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার উপ সচিব নুসরাত জাবিন বানুর স্বাক্ষরে ওই চিঠিটি ইস্যু করা হয়। চিঠিতে আব্দুস সালামকে চাকরিচ্যুত করার পাশাপাশি চাকরিরত অবস্থায় তিনি বেতন-ভাতা হিসেবে যত টাকা তুলেছেন, তা ফেরত নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশি ও শিক্ষা বোর্ডকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, মতিঝিল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম খানের বিরুদ্ধে বিএড সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। সনদ জালিয়াতি করার কারণে তার নিয়োগ বৈধ নয়। ফলে নিয়োগের পর থেকে তিনি যত টাকা বেতন-ভাতা তুলেছেন, তার পুরোটাই সরকারি কোষাগারে ফেরত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুযায়ী মামলা করে টাকা আদায় করতে হবে। তার অবৈধ নিয়োগ বাতিলের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছেন জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আব্দুস সালামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিঠি আমার হাতে এসেছে। তিনি সনদ জালিয়াতি করে চাকরি নিয়েছেন। তিনি গুরুতর অপরাধ করেছেন। আগামী কর্মদিবসেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করব।’ 

/আরএআর/এসএমএ/

আরও পড়ুন
যে কারণে রাজধানীর নামি স্কুলগুলোতে শতভাগ পাস নেই

গণিত ও ইংরেজির কারণে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও