X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রতারণার মামলায় এমপি হারুনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৭, ১৫:০৮আপডেট : ১৮ মে ২০১৭, ১৫:১৫

সংসদ সদস্য বিএইচ হারুন এক কোটি টাকার চেক প্রতারণার মামলায় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের (বিএইচ হারুন) বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ  বৃহস্পতিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জালাল আহমেদের আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বজলুল হক হারুন আজ  আদালতে হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৩ জুলাই উচ্চ আদালতের আদেশ দাখিলের ব্যর্থতায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী শওকত হোসেন মিয়া সাংবাদিকদের জানান, আজ  (বৃহস্পতিবার) মামলাটিতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিবাদী সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। তিনি বলেন, ‘বিবাদী বজলুল হক হারুনের বিরুদ্ধে আরও  দুটি দুই কোটির টাকার চেকের মামলা আছে। ওই মামলায় আদালতে তার হাজিরের জন্য দিন ধার্য রয়েছে।’
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২২ আগস্ট জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। জানা যায়, বাদী খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে ধার হিসেবে সংসদ সদস্য বজলুল হক হারুন বিভিন্ন সময়ে পাঁচ কোটি টাকা নেন। পরবর্তীতে বিবাদী সে টাকা ফেরত দেওয়ার জন্য বাদীকে ন্যাশনাল ব্যাংকের এক কোটি টাকার চেক দেন। সেই চেকের টাকা নগদায়নের জন্য বাদী ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তা অপর্যাপ্ত তহবিল মর্মে ফেরত দেয়। পরবর্তীতে বাদী আইনজীবীর মাধ্যমে টাকা পরিশোধের জন্য বিবাদীকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু টাকা পরিশোধ না করায় বাদী ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বনানীতে রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক আদনান হারুনের বাবা সংসদ সদস্য বজলুল হক হারুন। সম্প্রতি রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এরপর ওই হোটেলে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ অভিযান চালিয়ে দশ বোতল অবৈধ মদ উদ্ধার করে।

 /এসআইটি/ইউআই/

আরও পড়ুন: 

হোটেল রেইনট্রি থেকে উদ্ধার ১০ বোতল মদ

আপন জুয়েলার্স ও রেইনট্রি কর্তৃপক্ষকে তলব করেছে শুল্ক গোয়েন্দারা

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড