X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

৭ তলা থেকে নারীর আত্মহত্যার চেষ্টা, বাদ সাধলো ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৭, ১৮:১৫আপডেট : ১৭ জুন ২০১৭, ১৮:২৬

উত্তরা ১০নং সেক্টর রাজধানীর উত্তরার একটি বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ওই নারীকে পুলিশ ও তার পরিবার কাউন্সেলিং করছেন। শনিবার (১৭ জুন) বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটেছে। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সর্ভিস কর্মকর্তা শফিকুল ইসলাম ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ ইবনে সাইফ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভবনটির কাছে পৌঁছে যাই। পরে আমাদের কয়েকজন সদস্য ওই ভবনের নিচে অবস্থান নেন, বাকিরা ছাদে উঠে ওই নারীকে উদ্ধার করেন।’ এসময় ফায়ার সার্ভিসের সঙ্গে উত্তরা পশ্চিম থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিল বলেও জানান তিনি।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ ইবসে সাইফ বলেন, ‘ওই নারীর স্বামী এইচএসবিসি ব্যাংকে চাকরি করেন। তাদের সাড়ে পাঁচ বছর বয়সের একটি মেয়ে আছে। দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে আমরা জানতে পেরেছি। আমরা অনেক বুঝিয়ে তাকে রক্ষা করেছি। তিনি যেখানে অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে ঝাঁপ দিলে যেকোনও কিছু ঘটতে পারত। আমরা তাকে এবং তার পরিবারকে থানায় নিয়ে এসেছি।’
এসআই আব্দুল্লাহ আরও বলেন, ‘আমরা ভালোভাবে পরিস্থিতি সামলাতে পেরেছি। ওই নারীকে বুঝিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার চিকিৎসার প্রয়োজন হলে আমরা তার চিকিৎসার সুপারিশ করব।’ দেশের আইনে আত্মহত্যার চেষ্টা ফৌজদারি অপরাধ হলেও এখনও ওই নারীর বিরুদ্ধে কোনও মামলা হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন-

ধর্ষণের অভিযোগে আটক মডেল তানভীরের জামিন নামঞ্জুর

/এআরআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ