X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কর্মস্থলে কমেছে চিকিৎসকদের উপস্থিতির হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৭, ১৯:৩৮আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৯:৩৮

গত জুলাই মাসে দেশের ৮ বিভাগে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি গড়ে ৪১.২৫ শতাংশ। সে হিসেবে অনুপস্থিতি ৫৯ শতাংশ। আর উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কম হওয়ায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কর্মস্থলে চিকিৎসক (ফাইল ছবি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব বিষয় জানা গেছে। চিঠিতে বলা হয়, ঢাকায় ৪২.৬৭ শতাংশ, বরিশালে ৪১.৯২ শতাংশ, চট্টগ্রামে ৩৭.৪০ শতাংশ, খুলনায় ৪৭.৬১ শতাংশ, ময়মনসিংহে ৩১.৫৩ শতাংশ, রাজশাহীতে ৪০.৯০ শতাংশ, রংপুরে ৪০.৩৩ শতাংশ এবং সিলেটে ৪২.৯১ শতাংশ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

চিঠিতে বলা হয়, সারাদেশে চিকিৎসা সেবা কার্যক্রম নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে ইলেক্ট্রনিক হাজিরায় চিকিৎসকসহ কর্মকর্তা কর্মচারীদের হাজিরা মনিটর করা হচ্ছে। মনিটরিং কার্যক্রমের পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের মে ও জুন মাসের তুলনায় গত জুলাই মাসে চালুকৃত বায়োমেট্রিক মেশিনে ইলেক্ট্রনিক হাজিরা তুলনামূলক কম। এ বিষয়টিকে হতাশাজনক বলেও বলেও উল্লেখ করা হয় চিঠিতে। চিকিৎসকসহ অন্যদের অনুপস্থিতির কারণে স্বাস্থ্যসেবা প্রদানে মারাত্মক বিঘ্ন ঘটেছে বলেও বলা হয় সেখানে।

অপরদিকে, ৮ বিভাগে স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলোতে ৪৭০টি অ্যাটেনডেন্স সিস্টেমের মধ্যে সচল রয়েছে ৪১৯টি এবং বাকি ৫১টি নষ্ট বা অকেজো বলে উল্লেখ করা হয়। জরুরি ভিত্তিতে এই অকেজো ৫১টি অ্যাটেন্ডেন্স সিস্টেম সচল করা প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, বিগত তিনমাসে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কম পরিলক্ষিত হওয়াতে সব বিভাগের পরিচালকদেরকে সমস্যা সমাধানের উপায়সহ ব্যাখ্যা তলব করতে এবং অকেজো বা নষ্ট হওয়া মেশিন সচল করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, বিগত মে এবং জুন মাসে উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কম হওয়াতে ৮ বিভাগের পরিচালকদের ব্যাখ্যা তলব এবং সেবাদান প্রতিষ্ঠানগুলো ২৪৪টি অ্যাটেনডেন্স সিস্টেম সচল করতে দুইবার পৃথকভাবে অধিদফতরের মহাপরিচালকে অনুরোধ করা হয়। কিন্তু স্বাস্থ্য অধিদফতর থেকে এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তাই এবারে সেসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও সমস্যা সমাধান করতে সুপারিশসহ মতামত আগামী সাত কার্যদিবসের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

/জেএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ