X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এক নেটওয়ার্কে আসছে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৯:৪৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৯:৪৬

বক্তব্য রাখছেন ইউজিসি চেয়ারম্যন বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো একে অন্যের সঙ্গে একটি সার্ভারের মাধ্যমে সংযোগ স্থাপন করে তাদের কার্যক্রম শেয়ার করছে। পর্যায়ক্রমে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজগুলোকেও এই নেটওয়ার্কের আওতায় আনা হবে। সোমবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা ক্লাবে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্প (হেকেপ) আয়োজিত ‘স্ট্র্যাটেজিস ফর সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

তিনি বলেন, ‘আমরা কোনও প্রতিষ্ঠানকে পিছিয়ে রাখতে চাই না। অনেক পরে হলেও আমরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। এতে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা ব্যাপক উপকৃত হচ্ছেন। পর্যায়ক্রমে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এমন সমন্বয় স্থাপন করা হবে। বিশ্বায়নের এ যুগে বিশ্ব জ্ঞানভাণ্ডারের সঙ্গে যুক্ত হতে ইন্টারনেট সংযোগের কোনও বিকল্প নেই।’

অনুষ্ঠানে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে বিডিরেন ব্যবহারকারীর সংখ্যা খুবই সীমিত। ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিষ্ঠানগুলোকেও এই ইন্টারনেট সংযোগের আওতায় আনতে হবে।’ এজন্য স্বচ্ছ নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানান তিনি।

শাহাজালান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘একটা সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে গবেষণা উপকরণ সহজ বিষয় ছিল না। এখন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ স্থাপন হওয়ায় এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা, ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় সমন্বয় করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ স্থাপিত হওয়ায় গবেষণা সংক্রান্ত বিষয়ে শিক্ষকরা এখন আর দায় এড়াতে পারবেন না। সব বিশ্ববিদ্যালয়ের সমান সুযোগ পাবেন।’ বিডিরেন ইন্টারনেট সংযোগকে টেকসই করতে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির ভাষণে অধ্যাপক আখতার হোসেন বলেন, ‘দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সংস্থায় ইন্টারনেট সংযোগ প্রদানের মাধ্যমে বিডিরেন শিক্ষা এবং গবেষণায় একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।’

ইউজিসির সদস্য অধ্যাপক আখতার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মোখলেছুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার চন্দ্র মোহন্ত, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম হাবিবুর রহমান প্রমুখ।

/আরএআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র