X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

লেকহেড স্কুলের শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে ভর্তিতে সহায়তা দেবে সরকার

এস এম আববাস
০৮ নভেম্বর ২০১৭, ২৩:২৩আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২৩:২৩

লেকহেড স্কুল (ছবি-সংগৃহীত) জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বন্ধ হওয়া লেকহেড গ্রামার স্কুলের শিক্ষার্থীদের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে লেখাপড়া অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে প্রয়োজনে সহায়তাও দেবে সরকার। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।

গত সোমবার (০৬ নভেম্বর) জঙ্গি কানেকশনের অভিযোগে রাজধানীর গুলশান ও ধানমন্ডির লেকহেড গ্রামার স্কুলের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা  মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সালমা জাহান স্বাক্ষরিত আদেশে স্কুলের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পরদিন সন্ধ্যায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী স্কুলটির দুটি শাখাই বন্ধ করে দেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, ‘‌ইংরেজি মাধ্যম এই স্কুলটি সরকারি নিয়মনীতির মধ্যে পরিচালিত হতো না। স্কুলটির বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধান শেষে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’

শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধের পর সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের নিজেদের সুবিধামতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। যারা লেখাপড়া করছে (লেকহেড স্কুলে) তাদের কোনও দোষ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্কুলটি বন্ধ করে দেওয়ায় উৎকণ্ঠায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের শেষ দিকে স্কুলটি বন্ধ হওয়ায় ভর্তি নিয়ে সমস্যায় পড়তে হবে বলেও মনে করছেন তারা।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা আসিফ ইসতিয়াক বলেন, ‘হঠাৎ করে স্কুলটি বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা উৎকণ্ঠায় পড়েছেন। ডিসেম্বরের শুরুতে অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তাই দুশ্চিন্তা বেশি। ২০২০ সাল পর্যন্ত স্কুলের রেজিস্ট্রেশনের মেয়াদ রয়েছে বলে জানান তিনি।

ইংরেজি মাধ্যমে পরিচালিত এই স্কুলটির অধ্যক্ষ ছিলেন জেনিফার আহমেদ। তিনি নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের অন্যতম প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মাওলার স্ত্রী। এছাড়াও স্কুলের ১২ জনের বেশি শিক্ষকের বিরুদ্ধে জঙ্গিবাদের কানেকশন নিশ্চিত হয়েছে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের আলোকে শিক্ষা মন্ত্রণালয় অনুসন্ধান শেষে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।

আরও পড়ুন:

লেকহেড স্কুলের যত জঙ্গি কানেকশন

বন্ধ হলো লেকহেড স্কুল

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
গোপালপুর উপজেলা পরিষদগরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে