X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সের গেজেট কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৬:১৭আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৬:২৩

সুপ্রিম কোর্ট

মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ন্যূনতম ১৩ বছর হতে হবে মর্মে সরকারের জারি করা গেজেট কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে রিট আবেদনকারী খন্দকার শহিদুল ইসলাম ওরফে শহিদুল্লাহ’র ক্ষেত্রে গেজেটের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। এছাড়া তাকে দেওয়া পৃথক একটি চিঠির কার্যকারিতা আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব ও কম্পট্রোলার ও অডিটর জেনারেল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ আট জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারী খন্দকার শহিদুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী একেএম ফজলুল করিম ও ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।

পরে ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘রিট আবেদনকারীর নাম ভারতীয় তালিকায় এবং লাল মুক্তি বার্তায় থাকা সত্ত্বেও তাকে চিঠি দেওয়া হয়।’

কম্পট্রোলার ও অডিটর জেনারেলের অফিস থেকে অতিরিক্ত উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (প্রশাসন) দেওয়া ওই চিঠিতে বলা হয়, ‘মুক্তিযোদ্ধা, আপনার জমাকৃত কাগজপত্র সত্য নয়। আপনার (রিটকারী) বয়স একাত্তরে ১৩ বছর পূর্ণ না হওয়ায় মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ-সুবিধা পাবেন না।’

পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শহিদুল ইসলাম। রিট আবেদনে বলা হয়, ভারতীয় তালিকায় এবং লাল মুক্তি বার্তায় আমার নাম আছে। সেই প্রেক্ষিতে ১৯৮১ সালের ২৩ মার্চ আমি মুক্তিযোদ্ধা কোটায় অডিটর পদে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হই।’

তবে এরই মধ্যে ২০১৬ সালের ১০ নভেম্বর ‘মুক্তিযোদ্ধা-এর সংজ্ঞা ও বয়স নির্ধারণ’ করে গেজেট জারি করা হয়। গেজেটে বলা হয়, ‘মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ন্যূনতম বয়স ১৩ বছর হতে হবে।’

শহিদুল ইসলাম তার রিট আবেদনে ২০১৬ সালের ওই গেজেটের বৈধতাও চ্যালেঞ্জ করেন। আবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় তার ১৩ বছর না হওয়ার কারণে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করছে না অডিটর অফিস।’

সেই রিটের শুনানি নিয়ে  মঙ্গলবার (২১ নভেম্বর) হাইকোর্ট মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ন্যূনতম ১৩ বছর হতে হবে মর্মে সরকারের জারি করা গেজেট কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

একইসঙ্গে গত বছরের ৩ ফেব্রুয়ারি শহিদুল ইসলামকে কম্পট্রোলার ও অডিটর জেনারেলের অফিস থেকে অতিরিক্ত উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (প্রশাসন) দেওয়া চিঠির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

আরও পড়ুন: 

বিভিন্ন বাহিনীর মুক্তিযোদ্ধারাও ভাতা পাবেন: প্রধানমন্ত্রী

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম