X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

২৫ ফেব্রুয়ারি ফল প্রকাশের আশ্বাস, ৩ ঘণ্টা পর রাস্তা ছাড়লো শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৬:০৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:১৯

নিউ মার্কেট-নীলক্ষেত এলাকায় ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান ২৫ ফেব্রুয়ারি ফল প্রকাশের আশ্বাস পেয়ে তিন ঘণ্টা পর সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীরা পরীক্ষার ফল চলতি মাসের মধ্যে প্রকাশের দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন। পরে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ২৫ ফেব্রুয়ারি ফল প্রকাশের ঘোষণা দেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেছিল। উপাচার্যের কাছ থেকে আশ্বাস পেয়ে দুপুর ২টায় তারা অবরোধ তুলে নেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকার সব রাস্তা বন্ধ করে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান নীলক্ষেত মোড়ে উপস্থিত হন। এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, ‘আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।’
উপাচার্যের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে এই আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন। তবে তাদের দাবি, চলতি জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। তা না হলে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তারা নতুন কর্মসূচিতে যাবেন। এছাড়া, মার্চের মধ্যেই তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করার দাবিও জানান তারা।
আন্দোলনকারীরা বলছেন, পরীক্ষার ফল দীর্ঘদিনেও প্রকাশ না হওয়ায় তারা সেশন জটের কবলে পড়েছেন। বারবার কর্তৃপক্ষের গোচরে আনলেও তারা বিষয়টিকে আমলে নিচ্ছে না। সে কারণেই তারা প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করেছেন।
ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী হাফিজা আফরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘ এক বছরেও ফল প্রকাশ না হওয়ায় আমরা সেশন জটে ভুগছি। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি।’
আন্দোলনরত আরেক শিক্ষার্থী শায়লা কাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একবছর আগে পরীক্ষা দিয়েছি। কিন্তু ফল পাচ্ছি না।’ আমরা সাত কলেজের শিক্ষার্থীরাই কেন এই অবিচারের শিকার?— প্রশ্ন রাখেন এই শিক্ষার্থী।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখায় নিউ মার্কেট-নীলক্ষেত এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এতে ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

/ইউআই/টিআর/
সম্পর্কিত
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ