X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

উচ্চস্বরে গান বাজানোর ‘প্রতিবাদ করায় মারধর’: বৃদ্ধের মৃত্যু, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ২৩:১১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২৩:৪৬

নাজমুল হক

রাজধানীর ওয়ারীতে বাসার ছাদে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম নাজমুল হক (৬৫)। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলো— আলতাফ হোসেন, সাজ্জাদ হোসেন, মির্জা জাহিদ হাসান ও রাইয়ান হাসনিন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, ওয়ারী থানার আর কে মিশন রোডের ৪৪ নম্বর ভবনের নবম তলায় পরিবার নিয়ে থাকতেন নাজমুল হক।তিনি বাইপাস সার্জারির রোগী ছিলেন। ওই বাসার ছাদে ফ্ল্যাট মালিকদের কমিউনিটি হলে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে গায়ে হলুদের এক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয়।এতে নাজমুল হকের সমস্যা হচ্ছিল। তিনি নিচে গিয়ে কেয়ারটেকারকে জানালে ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঙ্গে তার বাক-বিতণ্ডা হয়। আলতাফ হোসেনের ভাতিজা হৃদয়ের গায়ে হলুদ উপলেক্ষে গান বাজানো হচ্ছিল।

নাজমুল হকের মেয়ে নাফিসা বলেন, ‘রাতে ১১ তলায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। তারা উচ্চশব্দে গান বাজাচ্ছিল। এতে আমাদের খুব সমস্যা হয়। বিশেষ করে বাবার। আমরা রাতেই তাদের অনুরোধ করি। কিন্তু তারা শুনেনি। আমার ভাইয়ের সঙ্গেও এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তারা আজকে (শুক্রবার) সকালে আমার ভাইকে বাসার নিচে ডেকে পাঠায়। তখনও তারা খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে আমার ভাইকে মারধর করে। এতে আমিও ব্যথা পাই। এসব দেখে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবা বাইপাস সার্জারি করা রোগী। তাকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান। ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। আমরা বারবার বাবার অসুস্থতার কথা জানিয়েছি। আমরা এর বিচার চাই।’

নাজমুল হকের ছেলে নাসিমুল অভিযোগ করেন, ‘তাকে যখন মারধর করা হচ্ছিল, তখন তার বাবা ছাড়াতে এগিয়ে আসেন। এসময় তাকেও মারধর করা হয়। এতে তিনি পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যান।’

ওয়ারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নিহত নাজমুল হকের ছেলে নাসিমুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ চার আসামিকে গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’


আরও পড়ুন: 

যে কারণে ডেন্টাল সার্জনদের সঙ্গে টেকনোলজিস্ট-কোয়াকদের দ্বন্দ্ব

 

 

 

 

 

 

 

/আরজে/এনএল /এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?