X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দাবি মেনে না নিলে মঙ্গলবার উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা

ঢাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৭:২১আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫

নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

দাবি মেনে না নিলে মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপাচার্যের কার্যালয় ঘেরাও করার করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। একই সঙ্গে আন্দোলকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন আন্দোলকারী শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে টিএসসি’র হয়ে কলাভবন, ব্যবসা অনুষদ, কাজী মোতাহার হোসেন ভবন, মোকাররম হোসেন ভবন ও কার্জন হল এলাকা প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল চলাকালে তারা এসব স্থানে সমাবেশ করেছে তারা। সমাবেশে কয়েকটি দাবি তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, ‘দাবিগুলো মেনে না নিলে মঙ্গলবার উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ঢাবি অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলকারী  শিক্ষার্থীদের ওপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও  প্রক্টরের পদত্যাগ।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘প্রশাসন আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। আমরা নিজেদেরকে ভাঙচুরকারী দাবি করে রাজু ভাস্কর্যে প্রায় তিন দিন থেকে অবস্থান নিয়েছি। কিন্তু প্রশাসন আমাদের গ্রেফতার করতে আসেনি।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ১১ জানুয়ারি আন্দোলন শুরু করে। ১৫ জানুয়ারি দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তখন ছাত্রলীগের কিছু নেতাকর্মী আন্দোলন ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করে। আন্দোলনকারী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপরে ১৭ জানুয়ারি শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রব্বানির কাছে তিন দফা দাবি নিয়ে যান। কিন্তু প্রক্টর অফিসের সামনে গেলে অফিসের প্রধান ফটক বন্ধ পান আন্দোলনকারী শিক্ষার্থীরা। তখন তারা বিক্ষুব্ধ হয়ে প্রক্টর অফিসের কলাপসিবল গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং প্রক্টরকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

বিকাল পাঁচটায় প্রক্টর আন্দোলকারী শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের কাছে যান। তারপর উপাচার্য তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। সেসময় শিক্ষার্থীরা উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তাদের অবরোধ স্থগিত করেন। কিন্তু ১৮ জানুয়ারি রাতে জানা যায় যে, প্রক্টর ওই দিন ভাঙচুরের দায়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন। এরপর শিক্ষার্থীরা নিজেদের ভাঙচুরকারী দাবি করে বৃহস্পতিবার রাত ২টায় থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ