X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ছাত্রদল-শিবির ও বাম নেতারা ভিসিকে অবরুদ্ধ করেছিল: ছাত্রলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ১৯:০১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:০১

ছাত্রদল-শিবির ও বাম দলগুলোর নেতারা উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছিল বলে দাবি করেছে ছাত্রলীগ। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তারা একথা বলেন। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে যাচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাংবাদিকদের বলেন, ‘ছাত্রদল-শিবির ও বামদলগুলোর নেতারা ভিসিকে অবরুদ্ধ করে রেখেছিল। আমরা সেখানে যাই, যাওয়ার পর দেখি উপাচার্য স্যার নিশ্বাস নিতে পারছেন না।’

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আন্দোলনকারীদের ওপর কিভাবে হামলা করা সম্ভব সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাবি উপাচার্য সর্বোচ্চ অভিভাবক। তিনি আমাদের পিতৃতুল্য, তাকে যথাযথ সম্মান করা উচিত। যদি কোনও দাবি-দাওয়া থাকে সেভাবেই সেটা নিয়ে যাওয়া উচিত। তিনি তার কার্যালয়ে একঘণ্টা অবরুদ্ধ, খবর পেয়ে আমরা গিয়েছি। সাধারণ শিক্ষার্থীরাই ছিল আমাদের সঙ্গে।’

এর আগে, সকাল থেকে উপাচার্য কার্যালয় ঘেরাও আন্দোলনে বিকেলে ছাত্রলীগ অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, ‘সকাল থেকে দাবি আদায়ে উপাচার্যকে অবরুদ্ধ করে বাইরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম আমরা।’

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার প্রেসিডেন্ট ভিসি দফতরে এলে তারাও একসময় অবরুদ্ধ হয়ে যায়। এরপরই ছাত্রলীগের কর্মীরা আমাদের আক্রমণ করে। আমাদের মধ্যে অনেকে আহত হয়েছেন।’

/ইউআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ