X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আপিলের সিদ্ধান্ত নেয়নি দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৫

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে আপিল করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাজা বৃদ্ধির আপিলের বিষয়ে দুদকে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।’

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে খালেদা জিয়ার আপিল উল্লেখ (মেনশন) শেষে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এর আগে আমি আমার বক্তব্যে বলেছিলাম খালেদা জিয়ার সাজা বৃদ্ধিতে দুদক আপিল করতে পারে। কিন্তু দুদক থেকে এখনও কিছু আমাকে জানানো হয়নি।’

পরে দুদকের এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দিয়েছেন আদালত। অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ খালেদা জিয়া একটি আপিল দাখিল করেছেন। সেই আপিলটি রেজিস্ট্রি হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আদালতে উনার (খালেদা জিয়া) আইনজীবীরা এসে মেনশন (উল্লেখ) করেছেন। মেনশনের সময় আইনজীবীরা এই মামলাটি পরশুদিন বৃহ্স্পতিবার শুনানির জন্য তালিকায় আনতে আবেদন করেছেন। আদালত তাদের আবেদন গ্রহণ করেছেন। ফলে আগামী বৃহস্পতিবার আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য মামলাটি তালিকায় (কজ লিস্ট) আসবে।’ 

খুরশিদ আলম  বলেন, ‘আপিলে দুর্নীতি দমন কমিশনকে (খালেদা জিয়ার) আইনজীবীরা পক্ষ করেছেন। যদিও আমরা এখনও তাদের দরখাস্তের কোনও কপি পাইনি। আপিল মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

এই আবেদনের অপোজ (বিরোধিতা) করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, না, আমাদের পক্ষ থেকে অপোজ করা হয়নি। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, অনেক বড় রায়, অনেক পৃষ্ঠা, পড়তে সময় লাগবে। এটি আগামী রবিবার দেন। আদালত তখন বলেছেন, যেহেতু দুর্নীতির মামলাগুলো সপ্তাহে দু'দিন শুনি (বুধবার ও বৃহস্পতিবার),এটাও স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার চলে যাচ্ছে। সে হিসেবে আগামী বৃহস্পতিবারই এটি আসবে (শুনানির জন্য)। অ্যাটর্নি জেনারেল অপোজ করেননি। আমাদের তো অপোজ করার প্রশ্নই আসে না। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি।’

‘রায়টি স্ববিরোধী’ বলে আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে খুরশিদ আলম বলেন, ‘এটা ওনাদের ব্যক্তিগত অভিমত। আপিল করার সঙ্গে সঙ্গে এটি গ্রহণের ক্ষমতা হাইকোর্টের। সেখানে এটা থাকা অবস্থায় এ ধরনের মন্তব্য করা ঠিক নয়। এ রকম যদি হয়ে থাকে, সেটা হাইকোর্ট দেখবে। ওনারা বলার কে?’

আদালতের পর্যবেক্ষণ নিয়ে আপনার কোনও মন্তব্য আছে কিনা জানতে চাইলে খুরশিদ আলম বলেন, ‘আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন, আমাদের কাছে সেটা মোটামুটিভাবে ভালোই মনে হয়েছে। তাছাড়া, এটা এখন বিচারাধীন। এটা আপিলের ওপর নির্ভর করবে, এই পর্যবেক্ষণ কতটা সঠিক।’

 

 

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ