X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিশ্বের বয়স্ক নারীদের প্রতি চার জনে একজন কিডনি রোগে ভুগছেন !

তাসকিনা ইয়াসমিন
০৮ মার্চ ২০১৮, ২১:৫৮আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১০:০৩

কিডনি (ছবি-ইন্টারনেট থেকে)
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, বিশ্বের ৬৫ থেকে ৭৪ বছর বয়সের প্রতি চার জনে একজন নারী কিডনি রোগে আক্রান্ত। এ অবস্থার কারণ হিসেবে নারীর সুস্বাস্থ্যের প্রতি পরিবারের সদস্যদের বৈষম্য এবং অসচেতনতাকেই দায়ী করছেন কিডনি বিশেষজ্ঞরা। তারা বলছেন, নারীর কিডনির সুস্থতা রক্ষায় নারীর নিজের এবং তার পরিবারের সদস্যদের সচেতনতার বিকল্প নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম বলেন, ক্রনিক কিডনি রোগ ১৪ শতাংশ হয় নারীর। ১২ শতাংশ হয় পুরুষের। শুধু বাংলাদেশেই এক কোটির বেশি নারী কিডনি রোগে আক্রান্ত। বিশ্বে ১৬৪ মিলিয়ন নারী কিডনি রোগে আক্রান্ত।
তিনি বলেন, নারী কিডনি রোগী এত বেশি হওয়ার পেছনে মূল কারণ নারীরা রোগে আক্রান্ত হলে সেই পরিমাণ চিকিৎসা পান না। আমাদের দেশে কিডনি রোগে আক্রান্তের হার অনুয়ায়ী নারী রোগীর সংখ্যা বেশি কিন্তু কিডনির চিকিৎসা ডায়ালায়সিসের বেলায় ৭০-৮০ ভাগ পুরুষ রোগী ডায়ালায়সিসের সেবা নেয়। কিডনি ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, মা সন্তানকে কিডনি দিচ্ছে, স্ত্রী স্বামীকে কিডনি দিচ্ছে, বোন ভাইকে কিডনি দিচ্ছে কিন্তু ছেলে মাকে কিডনি দিচ্ছে, ভাই বোনকে কিডনি দিচ্ছে বা স্বামী স্ত্রীকে কিডনি দিচ্ছে এমন কেস আমরা পাই না। এই যে বৈষম্যগুলো এগুলো নারীর কিডনি রোগে মৃত্যুর হার বাড়িয়ে দিচ্ছে।
বিএসএমএমইউ এর অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন বলেন, বয়স্ক নারীদের কিডনি রোগ হওয়ার পেছনে কারণ হতে পারে তাদের আয়ু পুরুষের চেয়ে বেশি। এ কারণে মানুষ যত বেশি বাঁচবে তার রোগের ঝুঁকিও তত বাড়বে। এটি হতে পারে। এমনিতেই আমাদের দেশের নারীরা বৈষম্যের শিকার। আমরা পুরুষের কোনও রোগ ধরা পড়লে আগেই চিকিৎসা করি। নারী মা হয়, অনেক ক্ষেত্রে সিজারের মাধ্যমে তার সন্তান হয়। পুরুষের এইসব ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয় না। নারীদের হরমোনাল উইথড্রয়াল হয়, পুরুষের ক্ষেত্রে সেটা হয় না।
নারীর কিডনি রোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম বলেন, আমরা মূলত নারীকে তার রোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলছি। নারী যেন অসুখে আক্রান্ত হলে তার অসুখের কথাটা বলেন এবং চিকিৎসা নেয় সে ব্যাপারে নারীকে আমরা সচেতন করতে চাই। নারী মাতৃত্বকালীন, প্রসবকালীন জটিলতার কারণে কিডনি রোগে আক্রান্ত হয়। তাই নারীর নিরাপদ সন্তান প্রসবকে আমরা গুরুত্ব দিচ্ছি। নারীদের নিয়মিত  কিডনি চেকআপের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, কিশোরী-তরুণীদেরও কিডনি রোগ হয়। মূত্রনালীর ইনফেকশন যদি ৯ জন নারীর হয় তো পুরুষের মাত্র একজনের হয়। এভাবে এই ইনফেকশনের মাধ্যমে নারীর কিডনি আক্রান্ত হয়।
অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন বলেন, আমি নারীর কিডনি রোগ থেকে দূরে থাকতে সচেতনতাকেই গুরুত্ব দেব। নারী নিজে সচেতন হলে, নিয়মিত কিডনি পরীক্ষা করালে তার কিডনি রোগের প্রাথমিক অবস্থায় ধরা পড়বে এবং নিরাপদ থাকবে। ডায়াবেটিস ও প্রেসার যাদের আছে তাদের ৬ মাস পরপর এবং সাধারণ মানুষের একবছর পর পর কিডনি সুস্থ আছে কিনা তা পরীক্ষা করা উচিত।
এরসঙ্গে যাদের পরিবারে কিডনি রোগী আছে, যারা ধূমপায়ী এবং যারা স্থূল তাদের কিডনি রক্ষার ব্যাপারে বেশি সচেতন থাকতে হবে বলে যুক্ত করেন  অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ