X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার: পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবি আন্দোলনকারীদের

ঢাবি প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৯:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৯:৩৭

 

 

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনকারীরা। এ মামলায় অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেবির সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বলেন, ‘আমরা যে আন্দোলন করছি সেটা কোটাবিরোধী আন্দোলন নয়, কোটা সংস্কার আন্দোলন। কিন্তু একটি মহল এটাকে কোটাবিরোধী আন্দোলন বলে জনমতে বিভেদ তৈরি করছে।’

তিনি বলেন, ‘শনিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আগেই মামলা প্রত্যাহার না করা হলে ১৮ মার্চ সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করে তিনি আরও বলেন, ‘আপনি আমাদের মায়ের মতো। আমরা আপনার কাছে আবদার জানাচ্ছি কোটার বৈষম্য দূর করুন। কোটা সংস্কার করুন,আর না হয় এই ত্রিশ লাখ বেকারকে গ্রেফতার করুন। আমরা সবাই জেলে যেতে প্রস্তুত আছি।’

কোটা সংস্কারের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে নানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৪ মার্চ)রাজধানীর হাইকোর্ট মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।এ ঘটনার জেরে পুলিশের ওপর আক্রমণ, পুলিশি কাজে বাধা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদগুলোয় মেধায় নিয়োগ দেওয়া, কোটায় কোনও ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল-মামুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদসহ অনেকে।



 

/এসআইআর /এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উল্লাপাড়ায় পিকআপচাপায় প্রাণ গেলো অটোরিকশাচালকসহ দুজনের
উল্লাপাড়ায় পিকআপচাপায় প্রাণ গেলো অটোরিকশাচালকসহ দুজনের
অন্যের হয়ে সরকারি চাকরির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন ৩ জন
অন্যের হয়ে সরকারি চাকরির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন ৩ জন
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?