X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

হা-মীম গ্রুপের মালিক এ কে আজাদের বাড়ি ভাঙছে রাজউক (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১২:৪১আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৭:৪৭

ভাঙা হচ্ছে একে আজাদের বাড়ি রাজধানীর গুলশানে অবস্থিত এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের মালিক এ কে আজাদের বাড়ি ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ মঙ্গলবার (২০ মার্চ) সকালে গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটি ভাঙা শুরু হয়।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই স্কেভেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে রাজউকের কর্মকর্তারা উচ্ছেদ অভিযান শুরু করেন। এদিন সকালে বাড়ির বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এদিকে ভবনের একাংশ ভাঙার পর মালামাল বের করে নিতে সময় দেওয়া হয়েছে। অভিযান কিছুক্ষণের জন্য বন্ধ রয়েছে।  বাড়ির মালামাল বাড়ির সামনে খোলা জায়গায় রাখা হয়েছে
মঙ্গলবার ভাঙা শুরু হলেও আগামী ২৫ মার্চ বাড়িটি ভাঙার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে রাজউক। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান বলেন, ‘কৌশলগত কারণে আজই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজউক অনুমোদিত কোনও নকশা বাড়িটিতে নেই।’
এ কে আজাদের বাড়িতে রা্জউকের অভিযান

রাজউকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়িটি এক বিঘার চাইতে কিছু বেশি জমির ওপর ১৯৬৪ সালে নির্মিত। একসময় এখানে স্কুল ছিল। এ কে আজাদ ১০-১২ বছর আগে বাড়িটি কেনেন বলে জানা গেছে। কিন্তু কেনার পরও তিনি তা নিজের নামে রেকর্ড করতে পারেননি।’ এ কে আজাদের বাড়িতে রাজউকের অভিযান

রাজউকের ওই কর্মকর্তার দাবি, ‘আমরা উচ্ছেদ অভিযানের আগেই বাড়ির মালিককে নোটিশ করেছিলাম। কিন্তু তিনি কোনও পরোয়া করেননি।’

বাড়ির মালিক হিসেবে এ কে আজাদকেই নোটিশ করা হয়েছে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তার ভাষ্য, ‘তা বলতে পারবো না। কারণ এ বাড়ির মালিক কে তা নিয়ে কথা বলার জন্য দীর্ঘ প্রক্রিয়া রয়েছে।’
তবে এসব বিষয়ে হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মালিকানাধীন টাইমস মিডিয়া লিমিটেডের দুটি অঙ্গ প্রতিষ্ঠান দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর।

ছবি ও ভিডিও: নাসিরুল ইসলাম

/এসএস/এআর/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ