X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সুফিয়া কামাল হলে প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতিত হয়েছে: সৈয়দ আবুল মকসুদ

ঢাবি প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৮, ১৮:১১আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৮:২১

 



ঢাবির শিক্ষকদের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। রবিবার (২২ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে সচেতন শিক্ষকদের ব্যানারে 'ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা কর’ দাবির পক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘মধ্যরাতে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক। বাংলাদেশে বিভিন্নভাবে নারীরা নির্যাতিত হচ্ছেন। কিন্তু এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আমি শিক্ষকদের সব দাবির সঙ্গে সংহতি জানিয়ে বলছি, প্রাতিষ্ঠানিকভাবে যে নারী নির্যাতন করা হয়েছে, তা যেন এদেশে আর দ্বিতীয়বারের মতো না ঘটে। এটা সবার কাছে খুবই লজ্জার।'

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা উল্লেখ করে কয়েকটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো— বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে হবে এবং তাদের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে; রাষ্ট্রীয় বাহিনী কিংবা বেসরকারি কোনও গোষ্ঠী দ্বারা কোনও ছাত্র-ছাত্রী যাতে আক্রান্ত না হয়, সেজন্য অবিলম্বে একটা বিশেষ সেল গঠন করতে হবে; অজ্ঞাতনামা কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, আন্দোলন চলাকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সুনির্দিষ্টভাবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে চালানো তাণ্ডবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে;বিশ্ববিদ্যালয় উপাচার্য বাসভবনসহ সব আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে; শিক্ষক-শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা দিতে হবে ।
সভাপতির বক্তব্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, 'আমরা কোনও বিশেষ রঙের স্বার্থ উদ্ধার করার জন্য এখানে দাঁড়াইনি। আমরা সাধারণ ছাত্র, শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার জন্য এখানে দাঁড়িয়েছি। যে সংকট তৈরি হয়েছে, তার জন্য রাষ্ট্রযন্ত্র দায়ী। আমরা জানি, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও প্রক্টরের অনুমতি ছাড়া পুলিশ ঢুকতে পারে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। আমরা হলে হলে দেখতে পাই সামন্ত প্রভুর কর্তৃত্ব কায়েম হয়েছে। কিন্তু সেই হলের প্রভোস্ট সেই হলের হাউজ টিউটরের দায়িত্ব ছিল এই ধরনের কার্যক্রম থেকে তাদের বিরত রাখা। কিন্তু তারা দলের স্বার্থ দেখবেন নাকি ছাত্রদের স্বার্থ দেখবেন, এই দুইয়ে দ্যোদুল্যমান রয়েছেন।'

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসরীন ওয়াদুদ প্রমুখ।

/এসআইআর /এইচআই/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী