X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দুই কমিটির যৌথসভা সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৮, ০৫:০০আপডেট : ২২ জুন ২০১৮, ১৭:১৬

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আমরণ অনশন (ফাইল ছবি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা দুই কমিটির প্রথম যৌথসভা আহ্বান করা হয়েছে সোমবার (২৫ জুন)। ওইদিন বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

‘এমপিওভুক্তির জন্য বাছাই কমিটি’র আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, ‘প্রথম যৌথসভায় দুই কমিটি কীভাবে কাজ করবে তার কর্মপরিকল্পনা তৈরি করা হবে।’

‘এমপিওভুক্তির জন্য বাছাই কমিটি’র সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বেসরকারি মাধ্যমিক) সালমা জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যৌথসভার সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা অনুযায়ী কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে।’

মন্ত্রণালয়ের সশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি দুটির মধ্যে ‘অনলাইন অ্যাপলিকেশন গ্রহণ ও ব্যবস্থাপনা’ কমিটি আবেদন গ্রহণ করে তা প্রাথমিক যাচাই-বাছাই করবে। শর্ত পূরণ করা প্রতিষ্ঠানের আবেদন বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী তালিকাও প্রস্তুত করবে।

আর ‘এমপিওভুক্তির জন্য বাছাই কমিটি’ ‘অনলাইন অ্যাপলিকেশন গ্রহণ ও ব্যবস্থাপনা’ কমিটির তালিকা ধরে এমপিওভুক্ত করার জন্য প্রতিষ্ঠান বাছাই করবে।

অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনলাইন অ্যাপলিকেশনের মাধ্যমে এমপিওভুক্ত করা হবে। প্রতিষ্ঠানগুলোকে আবেদন জানাতে বলা হবে। আবেদন করার পর অনলাইন অ্যাপলিকেশন গ্রহণ ও ব্যবস্থাপনা কমিটি প্রাথমিক যাচাই-বাছাই করবে। আর এমপিওর জন্য বাছাই কমিটি গ্রেডিং অনুযায়ী প্রতিষ্ঠানের এমপিওভুক্ত করার জন্য সুপারিশ করবে।’  

জাবেদ আহমেদ আরও বলেন, ‘কোনও প্রতিষ্ঠান শর্ত পূরণ কতটা করেছে সেই অনুযায়ী গ্রেডিং হবে। গ্রেডিং অনুযায়ী তালিকা ধরে প্রথম থেকে এমপিওভুক্তির জন্য সুপারিশ করা হবে। চারটি ক্যাটাগরিতে গ্রেডিং করা হবে, সিনিয়রিটি, ফলাফল, প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষার সংখ্যা এসব বিবেচনা করে গ্রেডিং করা হবে। এমপিও নীতিমালা মেনেই আমরা এমপিওভুক্তির সুপারিশ করবো। এখানে তদবির কাজে আসবে না। প্রতিষ্ঠান এমপিও পাবে তার যোগ্যতায়। আগামী ১৫ দিনের মধ্যে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করবো। বাজেট পেলেই সেই অনুযায়ী এমপিওভুক্তির সুপারিশ করা হবে।’

এদিকে, গত ১০ জুন থেকে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি নন-এমপিও শিক্ষকরা আন্দোলন করেছেন। সর্বশেষ আগামী সোমবার (২৫ জুন) থেকে আমরণ অনশনের আহ্বান জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে এক হাজার বা তার কিছু বেশি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করবে সরকার। তবে তা নির্ভর করবে বরাদ্দের ওপর।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বর্তমানে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে পাঁচ হাজার ২৪২টি। এছাড়া, সরকার নতুন করে ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে।

আন্দোলনকারী শিক্ষকদের দাবি, তিন হাজার থেকে সাড়ে তিন হাজার প্রতিষ্ঠান রয়েছে এমপিও পাওয়ার মতো। 

/এসএমএ/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ