X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রোগীদের আপনজন মনে করে সেবা দিতে আহ্বান বিএসএমএমইউ উপাচার্যের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৮

গ্রাজুয়েট নার্সিং বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের ক্যাপ প্রদান অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ‘সেবাই ধর্ম, সেবাই কর্ম’ এই মানসিকতা নিয়ে রোগীদেরকে সেবা দিন। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর আদর্শে উজ্জীবিত হয়ে সেবা দিন। নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যের প্রতি আরও যত্নশীল হোন।

আজ  বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত গ্রাজুয়েট নার্সিং বিভাগের ৮ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ক্যাপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্য বক্তারা নার্সিং শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রোগীদেরকে দেবতা মনে করে সেবা দিন। রোগীদেরকে আপনজন মনে করে অন্তর দিয়ে সেবা দিন। উন্নত, দক্ষ ও অনুসরণীয় নার্স হিসেবে গড়ে তুলতে বিশেষ করে বিশ্বমানের নার্স হিসেবে তৈরি হতে নিজেকে উৎসর্গ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএসএমএমইউ এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো.শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগে. জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন।

সভাপতিত্ব করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম শরীফুল ইসলাম। শপথ গ্রহণ পরিচালনা করেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও।

এসময় নার্সিং সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের ক্যাপ পরিয়ে দেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। শপথ গ্রহণ ছাড়াও অনুষ্ঠানে দেশাত্মবোধক, রবীন্দ্র সঙ্গীত ও একক সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার