X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন আস্থা তৈরি করতে পারেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৯:১৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যে শক্তিশালী আস্থা তৈরি করা প্রয়োজন নির্বাচন কমিশন এখনও সে অবস্থা তৈরি করতে পারেনি। জনগণের মধ্যে এখনও আস্থা তৈরি হয়নি। যে দলগুলো নির্বাচনে অংশ নেবে তাদের সবগুলোর জন্য সমান ফিল্ড তৈরি হয়নি বলেই জনগণ এখনও মনে করছে। ফলে জনগণের মধ্যে ভোট দেওয়ার মত উদ্দীপনা এখনও আসেনি।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নির্বাচনের ঘণ্টা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে বৈঠকি শুরু হয়। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হয়।

অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, ‘সময় যত এগিয়ে আসছে নির্বাচনি ঘণ্টা বা নির্বাচনি আমেজ প্রসারিত হচ্ছে। একটি নির্বাচন অনুষ্ঠিত করতে তিনটি বিষয় কাজ করে। প্রশাসনিক, রাজনৈতিক ও নাগরিক। প্রশাসনিক পর্যায়ে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে যে লজিস্টিক সাপোর্ট দরকার তা এখন পর্যন্ত কতখানি সংগ্রহ করতে পেরেছে কমিশন, যেমন- ইলিক্ট্রনিক ভোটিং মেশিন অর্থ্যাৎ ইভিএম। এখন পর্যন্ত এটার ব্যবস্থা সুষ্ঠুভাবে হয়েছে কিনা। যদিও এর ব্যবহার নিয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি। ভোটকেন্দ্র এখনও প্রস্তুত করতে পেরেছে কিনা। এছাড়া এর যে পরিমাণ জনবল তা নিয়ে কাজ করা বাকি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কমিশনের জনবলকে প্রস্তুত করা, তাদেরকে দক্ষ করা সময়মতো সম্ভব হবে কিনা। এছাড়া নির্বাচনি আচরণবিধি, প্রচার ও প্রসারিত করার প্রাথমিক প্রস্তুতি কিন্তু এখনও হয়নি।’

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ছাড়াও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।

/আরএআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু