X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

চৌদ্দ বছর পর ধরা পড়লো ডাকাত সর্দার জাহাঙ্গীর

রাফসান জানি
১৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩২

গ্রেফতারের পর জাহাঙ্গীর, মাসুদুর রহমান অরফে তুহিন, আসাদুজ্জামান আসাদ ও কামরুল হাসান অরফে জনি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গত চৌদ্দ বছর ধরে ডাকাতি করার পর এই প্রথমবারের মতো ধরা পড়লো ডাকাত সর্দার জাহাঙ্গীর। এরআগে, বেশ কয়েকবার পুলিশের মুখোমুখি হলেও প্রতিবারই সে পালিয়ে গেছে। সর্বশেষ গত ১২ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকেসহ মোট চার ডাকাতকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। জাহাঙ্গীর ছাড়া বাকি ডাকাতরা হলো—মাসুদুর রহমান অরফে তুহিন, আসাদুজ্জামান আসাদ ও কামরুল হাসান অরফে জনি।  এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ভাটারা থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরও চারজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই চক্রের সদস্যরা, ডাকাতির আগে সোর্স পাঠিয়ে তথ্য সংগ্রহ করতো। তথ্য অনুযায়ী ডাকাত সর্দার জাহাঙ্গীর ঘটনাস্থল গিয়ে ঘুরে আসতো। পরিস্থিতি বুঝে কখনও প্রাইভেটকার, মাইক্রোবাস, কখনওবা মোটর সাইকেলে চড়ে ডাকাতি করতো তারা। ব্যাংক থেকে ঢাকা নিয়ে বের হওয়া ব্যক্তি, পাইকারি বাজারে আসা ব্যবসায়ী, হুন্ডির টাকা নিয়ে আসা লোকদের টার্গেট করে ডাকাতির পরিকল্পনা করতো জাহাঙ্গীর ও তার দল। সর্বশেষ মতিঝিলে ছেঁড়া টাকার ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ডাকাতি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।

ডাকাত সর্দার জাহাঙ্গীর সম্পর্কে মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) এডিসি গোলাম সাকলায়েন বলেন, ‘সে প্রায় পনেরো বছর ধরে ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এ সংক্রান্ত কোথাও কোনও মামলা নেই তার বিরুদ্ধে। এমনকি এরআগে গ্রেফতার বা আটকও হয়নি। কৌশলে পালিয়ে গেছে। তবে, কাফরুল ও মিরপুর মডেল থানায় একটি ফেন্সিডিল ও মারামারি সংক্রান্ত দু’টি পৃথক মামলা রয়েছে। যেগুলোতে সে পলাতক ছিল।’

অন্য সদস্য মাসুদুর রহমান তুহিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিল বলে জানান গোলাম সাকলায়েন। আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ততথ্য অনুযায়ী তার ভাষ্য, ‘তুহিন এই দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি। দুই বছর পর সৌদি আরব চলে যায়। তার বাড়ি মেহেরপুরে। সেখান থেকে ফিরে এসে ফেন্সিডিলের মিডিয়া হিসেবে কাজ করতো। এরপর সে জাহাঙ্গীরের হাত ধরে ডাকাতিতে জড়িয়ে যায়। তার বিরুদ্ধে কমপক্ষে সাতটি মামলা রয়েছে।’

ডাকাতদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো তুহিনের মাধ্যমেই সংগ্রহ বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। তারা বলেন, এই ডাকাতদের আগে স্থায়ীভাবে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। যার কাছে অবৈধ অস্ত্র আছে, তাকেই তারা দলে নিতো। এভাবেই ডাকাতি করতো তারা। তুহিন দলে যোগ দেওয়ার পর চারটি অস্ত্র কেনা হয়। কিছুদিন আগে একটি বিক্রি করেও দেয় তারা।

ডাকাতির প্রক্রিয়া সম্পর্কে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, ‘তারা সোর্স লাগিয়ে ডাকাতির আগে তথ্য সংগ্রহ করতো। সে তথ্য জাহাঙ্গীরকে দিতো। জাহাঙ্গীর নিজে ঘটনাস্থল পর্যবেক্ষণে করে ডাকাতির সিদ্ধান্ত নিতো। বিশেষ করে ঘটনাস্থল থেকে সামনের রাস্তাটি ফাঁকা নিশ্চিত হলেই তারা ডাকাতি করতো। এর ফলে পালানোর পথ সহজ হতো। তাদের গ্রুপে ৮-৯ জন সদস্য রয়েছে।’ বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

 

 

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার