X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অনুবাদকের অভাবে বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে তুলে ধরা যাচ্ছে না: মাযহারুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৬

মাযহারুল ইসলাম প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাযহারুল ইসলাম বলেছেন, ‘বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায়  অংশ নিচ্ছি আমরা। কিন্তু সেখানে আমাদের সাহিত্যকে যথাযথভাবে তুলে ধরতে পারছি না। কারণ অনুবাদগুলো মানসম্পন্ন না। এর মধ্যেও আশার কথা, গত তিন-চার বছরে আমরা তিন-চারটি বইয়ের কপিরাইট বিক্রি করেছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা পারছি না।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বিশ্ব দরবারে বাংলা ভাষা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।

তিনি আরও বলেন,  ‘যেকোনও ভাষাকে শক্তিশালী করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হচ্ছে, সেই ভাষায় রচিত সাহিত্যকর্ম। সলিমুল্লাহ খান বলছিলেন, পৃথিবী জানে না আমরা কী সাহিত্য রচনা করছি। আমরা গত পাঁচ বছর যাবৎ ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নিচ্ছি। এটি করতে আমাদের স্বাধীনতার পর প্রায় ৪৩ বছর সময় লেগেছে। ৪৩ বছর ধরে আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে, এটি পৃথিবীর সর্ববৃহৎ বইমেলা, যেখানে একটি বইয়ের কপিরাইট সেল হচ্ছে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন ভাষায়। আগামী এক বছরে কোথায় কোন বই ছাপানো হবে, সেটা ওই মেলায় পাঁচ দিনে নির্ধারিত হচ্ছে। সেখানে আমাদের যাওয়াটা অত্যন্ত জরুরি। যাই হোক, আমরা সেখানে আমাদের ভাষাকে উপস্থাপন করতে পারছি না। আমাদেরকে অন্য ভাষার আশ্রয় নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের আশ্রয় নেওয়ার ভাষা একটি, সেটি হলো ইংরেজি।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও সলিমুল্লাহ খান, লেখক ও গবেষক অদিতি ফাল্গুনী এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। বৈঠকির সহযোগিতায় রয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। 

 

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি