X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘বাজেটে বরাদ্দ না থাকলে কম বেতন নিতে রাজি আছি'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০২

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের  সংবাদ সম্মেলন বর্তমান বাজেটে অর্থ বরাদ্দ যথেষ্ট না থাকলে আমরা কম বেতন নিতে রাজি আছি বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দীর্ঘ নয় বছর পর নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৫ থেকে ২০ বছর ধরে বিনা বেতনে চাকরি করছেন। অনেকের চাকরির বয়স আছে মাত্র তিন থেকে পাঁচ বছর। তাই এতো বছর পর কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আংশিক সমাধান করতে দেওয়া সমীচীন হবে না। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কিছু প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার উদ্যোগ অসুস্থ প্রতিযোগিতা বলে আমরা মনে করি।’
তিনি আরও বলেন, ‘এ প্রতিযোগিতায় (কিছু প্রতিষ্ঠান এমপিওভুক্ত) টিকতে না পেরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। যে কারণে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির একটি সামগ্রিক ও স্বচ্ছ সমাধান প্রত্যাশা করছি। সে ক্ষেত্রে বর্তমান বাজেটে অর্থ বরাদ্দ যথেষ্ট না থাকলে আমরা কম বেতন নিতে রাজি আছি। পর্যায়ক্রমে কয়েক বছরে বেতন দেওয়া হলে আমাদের কোনও আপত্তি নেই। আমরা আশা করি, সরকার দ্রুত এবং একযোগে সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ সম্পন্ন করবে।’
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবি বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছি শিক্ষামন্ত্রীকে। কিন্তু নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে কোনও অগ্রগতি দৃশ্যমান হয়নি। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার বক্তব্যে বলেছেন, দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে এমপিওভুক্ত করা হবে। এটা নন-এমপিও শিক্ষকদের জন্য দুঃসংবাদ। আমরা স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
সর্বশেষ খবর
রাতে ইউরোপিয়ান ক্লাসিকো
রাতে ইউরোপিয়ান ক্লাসিকো
বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব
বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব
খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে আ.লীগ নেতাকর্মীরা
খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে আ.লীগ নেতাকর্মীরা
তীব্র গরমে বদলে গেছে আদালতের চিরচেনা চিত্র
তীব্র গরমে বদলে গেছে আদালতের চিরচেনা চিত্র
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন