X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নাইকো দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৭:২১আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৭:২৭





নাইকো দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন মওদুদ নাইকো দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রবিবার (৩ মার্চ) ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তিনি এ মামলা থেকে অব্যাহতি চান।
এদিন আদালতে মওদুদ আহমদ বলেন, ‘আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নাই। কোনও দলিলিক প্রমাণ নাই। আপনি (বিচারক) নিজেই বলেছেন, আমি শুধু মতামত দিয়েছি। তাই আমিসহ সকল আসামি অব্যাহতি চাচ্ছি।’
এ ছাড়া মামলার অপর আসামি খন্দকার শহীদুল ইসলামের পক্ষে তার আইনজীবী আসাদুজ্জামান অব্যাহতি চেয়েছেন। আরেক আসামি এ কে এম মোশাররফ হোসেন পক্ষে তার নিয়োজিত আইনজীবী শুনানি শেষ করে অব্যাহতি চান।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতে শুনানির শেষ মুহূর্তে তার মক্কেলের চিকিৎসা বিষয়ে বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে তার চিকিৎসা খুব প্রয়োজন।’
তখন বিচারক বলেন, ‘উনাকে (খালেদা) গত ২৪ ফেব্রুয়ারি একটি মেডিক্যাল টিমতো দেখে গেছে।’ তখন মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘স্যার, উনার ব্যক্তিগত কিছু চিকিৎসক আছেন; যে চিকিৎসকরা উনাকে নিয়মিত দেখতেন তারা সঙ্গে থাকলে ভালো হতো।’
আইনজীবী তালুকদার আরও বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি বকশিবাজার আদালত থেকে গাড়িতে ওঠার সময় হুইল চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। দুইজন পুলিশ তাকে ধরে ফেলেন। ওইদিন মারাত্মক ক্ষতি হয়ে যেতো! ম্যাডাম আসলে অনেক অসুস্থ, উনার বসে থাকতেও কষ্ট হয়। উনার আগে চিকিৎসা হোক।’ এ অবস্থায় মামলার হাজিরা দীর্ঘ করার আবেদন করেন তিনি। পরে বিচারক শুনানি শেষে আগামী ১৯ মার্চ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।
এদিন দুপুর ১২টা ৩৪ মিনিটে খালেদা জিয়াকে কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করা হয়। এরপর বিচারক এজলাসে আসেন ১২টা ৩৭ মিনিটে। এরপর শুনানি শুরু হয়। আদালতের কার্যক্রম শেষ হয় ১টা ৪৮ মিনিটে। আদালতের পুরো সময় ধরে খালেদা জিয়া হুইল চেয়ারে বসেছিলেন। শুনানি শেষে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতের ভেতর পুরো সময় খালেদা জিয়ার পাশে বসেছিলেন। দুজনকে বেশ কিছু সময় নিভৃতে কথাবার্তা বলতে দেখা যায়।
রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতে উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।
অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ