X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১০:৫৮আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১০:৫৮

ঢাবিতে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্যানেলের প্রার্থীরা। কিন্তু সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে। বিভিন্ন বিভাগের ক্লাসরুম ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ক্যাম্পাসেও শিক্ষার্থীদের আনাগোনা স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানান ক্লাস না হওয়ার কোনও কারণ নেই।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান তাদের বিভাগে ক্লাস হচ্ছে। অন্যদিকে ফিন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায় তাদের বিভাগেও ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।

ক্লাস বর্জনের ঘোষণা থাকলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সামিরা জানান, তাদের বিভাগের ক্লাস সকাল থেকেই চলছে। এছাড়া কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষাও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ক্লাস বর্জনের কর্মসূচির ঘোষণা দেন প্রগতিশীল ছাত্রজোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিটন নন্দী। এসময় অন্য প্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকেও আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে সোমবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র জমায়েত, ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা রযেছে। প্যানেলগুলোর দাবির মধ্যে রয়েছে- হল জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি প্রদান।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
উচ্চশিক্ষার মানের বৈষম্য নিরসনের আহ্বান ইউজিসির
একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?