X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঢাবিসাস কার্যালয়ে চুরির পর তালা দিলো দুর্বৃত্তরা

ঢাবি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ০০:৩৯আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০০:৩৯

ঢাবিসাস ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) কার্যালয়ের আলমারি থেকে গভীর রাতে টাকা চুরির ঘটনা ঘটেছে। একইসঙ্গে কার্যালয়ের মূল দরজায় নতুন তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মার্চ) ভোররাতের দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংগঠনটির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৪১৭।

সাধারণ ডায়েরি ও সমিতির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার ভোর রাতের দিকে ঢাবিসাস কার্যালয়ের মূল দরজায় দুটি তালা লাগানো হয়। দরজায় তালা দেওয়ার পাশাপাশি সংগঠনটির সভাপতিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে যান দুর্বৃত্তরা।
পরে সমিতির পক্ষ থেকে সদস্যদেরকে বিষয়টি অবহিত করা হলে তারা কেউ কিছু জানেন না বলে জানিয়েছেন। পরে তালা ভেঙে সমিতির ভেতরে প্রবেশ করলে কার্যালয়ের পশ্চিম দিকের কক্ষে টেবিলে গ্লু পড়ে থাকতে দেখা যায়। পরে সন্দেহ হলে আলমারি খুলে দেখা যায় সেখানে থাকা কম্পিউটার ও সোফা ক্রয়ের জন্য রাখা ৭৮ হাজার টাকা নেই এবং প্রয়োজনীয় কাগজপত্রও এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবিসাসের এআরএম সভাপতি আসিফুর রহমান বলেন, সকালে সমিতির সদস্যরা এসে কার্যালয়ে নতুন তালা দেখতে পান। পরে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ও টাকা চুরির বিষয়টি আমাকে জানান। চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা করা হলেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। চুরির ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আমরা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় থেকে টাকা চুরির বিষয়ে একটি ডায়েরি করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত উপ-পরিদর্শক সাহেব আলীকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাহেব আলী জানান, জিডির বিষয়ে অবগত রয়েছি। শিগগিরই জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ