X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

৫২৫ টাকায় গরুর মাংস মেলে না কোথাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ১৭:০০আপডেট : ০৭ মে ২০১৯, ১৭:৩০



সিটি করপোরেশন নির্ধারিত মূল্যতালিকা থাকলেও সে দামে মাংস বিক্রি হচ্ছে না

রমজান উপলক্ষে সিটি করপোরেশনের পক্ষ থেকে দেশি গরুর মাংসের দাম ৫২৫ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে আরও বেশি দামে। নগরীর অধিকাংশ দোকানে নির্ধারিত মাংসের দর ঝুলানো থাকলেও ৫৫০ টাকা বা তার বেশি দামে প্রতিকেজি মাংস বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার (৭ মে) রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে শাহজাহানপুরের বড় মাংসের দোকান খলিল গোস্ত বিতানে গিয়ে দেখা গেছে দোকানের সামনে সিটি করপোরেশন নির্ধারতি মাংসের দাম লেখা আছে ৫২৫ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে ৫৫০ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে দোকানের রাসেল নামে একজন জানান, আমরা ৫৫০ টাকায় বিক্রি করছি, এর কমে বিক্রি করলে আমাদের পোষায় না। তাহলে মূল্য তালিকায় ৫২৫ টাকা উল্লেখ করা হলো কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা মালিক টাঙাতে বলেছেন।’

দোকানে যে মাংস বিক্রি হচ্ছে তা দেশি গরুর কিনা জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে উপস্থিত কয়েকজন ক্রেতা জানান, বিক্রি করা মাংস ভারতীয় গরুর।

সিটি করপোরেশন নির্ধারিত ভারতীয় বা বিদেশি বা বোল্ডার জাতীয় গরুর মাংসের দাম ৫০০ টাকা।

একই অবস্থা দেখা গেছে দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ কার্যালয়ের সামনে মায়ের দোয়া গোস্ত বিতানে। এ দোকানটিতে সিটি করপোরেশন নির্ধারিত মাংসের দরের মূল্য তালিকা নেই। কিন্তু বিক্রি হচ্ছে ৫৪০ টাকায়।

ডিজিটাল পরিমাপক যন্ত্রে যে মূল্যে মাংস বিক্রি হচ্ছে তা প্রদর্শিত হচ্ছে

সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্ধারিত দামে কোথাও মাংস বিক্রি হচ্ছে না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুরের বিভিন্ন দোকানে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৭০ টাকায়।

মহিউদ্দিন নামে মিরপুর ১৩ নম্বরের একজন বাসিন্দা বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে ৫৭০ টাকা দরে মাংস কিনেছি। সিটি করপোরেশন নির্ধারিত মাংসের দামের বিষয়ে ব্যবসায়ীদের জানালে তিনি বলেন, গরু তো আর সিটি করপোরেশন কিনে দেয় না। আমাদের বেশি দামে গরু কিনতে হয়, সে কারণে দামও বেশি নিতে হয়।

মেরাদিয়া হাটে গিয়ে দেখা গেছে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৪০ টাকা। খাসি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।

জানতে চাইলে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, যদি কোনও দোকানি সিটি করপোরেশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। আজ থেকে আমাদের ৫টি টিম কাজ করবে।

জানতে চাইলে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সিটি করপোরেশন নির্ধারিত মাংসের দরের বিষয়ে আমরা ব্যবসায়ীদের জানিয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, গাবতলী গরুর হাটে ব্যবসায়ীদের থেকে অধিকহারে হাসিল আদায়ের কারণে গরুর দরের ওপর বেশি প্রভাব পড়ে।

/এসএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা