X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফণীতে ক্ষতিগ্রস্ত ২৯৯ স্কুল-কলেজ, ক্ষয়ক্ষতি সাড়ে সাত কোটি টাকা

এস এম আববাস
১৪ মে ২০১৯, ২২:৩৯আপডেট : ১৪ মে ২০১৯, ২২:৪৮

ফণী ঝড়ে প্লাবিত লোকালয়, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান

সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের ২৯৯টি স্কুল-কলেজ ও মাদ্রাসা স্থাপনার ক্ষতি হয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। শিক্ষা প্রকৌশল অধিদফতর এ সংক্রান্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা বাংলা ট্রিবিউনকে বলেন,‘ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রতিবেদন আকারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু করা হয়েছে।’

মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের উপকূলীয় জেলাসহ বিভিন্ন জেলার ২৯৯টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন ও এসব প্রতিষ্ঠানের সরঞ্জাম ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে খুলনা জোনে ১২৩টি শিক্ষা রয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। বাগেরহাটে ক্ষতিগ্রস্ত হয়েছে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান, এতে ক্ষতির পরিমাণ ১৮ লাখ ৭০ হাজার টাকা। বরিশালে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির পরিমাণ ২৩ লাখ ৫০ হাজার টাকা। পটুয়াখালীর ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির পরিমাণ ২ কোটি ৫১ লাখ টাকা। ভোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলা ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান, এতে ক্ষতির পরিমাণ ৮৬ লাখ ৩৫ হাজার টাকা।

পিরোজপুরে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ২৩টি, এসব প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ৬২ লাখ ৬০ হাজার টাকা। গোপালগঞ্জের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৬টি, ক্ষতির পরিমাণ ৮ লাখ। নোয়াখালীর ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১৩টি ক্ষতির পরিমাণ ৩৪ লাখ টাকা। লক্ষ্মীপুরের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১২টি, ক্ষতির পরিমাণ ২৯ লাখ ৭০ হাজার টাকা। মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১টি, ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকা। দিনাজপুরের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ২টি, ক্ষতির পরিমাণ ১৮ লাখ টাকা। আর চাঁদপুরে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে ৪৩ লাখ টাকা।

চলতি মাসের শুরুতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণি বাংলাদেশে আঘাত হানে শুক্রবার (৩ মে)। ফণীর প্রভাব ছিল ৪ মে পর্যন্ত। এর প্রভাবে দেশের উপকূলসহ সারাদেশে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ