X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নতুন কর্মসূচি না দেওয়ার ঘোষণা পদবঞ্চিতদের

ঢাবি প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১৫:৫৪আপডেট : ১৬ মে ২০১৯, ১৫:৫৯




সংবাদ সম্মেলন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন। তবে নতুন করে আর কোনও কর্মসূচি না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের বিষয়ে তাদের সর্বশেষ অবস্থানের কথা জানান আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, আমাদের যৌক্তিক দাবির প্রতি সাড়া দেওয়ায় প্রধানমন্ত্রী মেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তার প্রতি আস্থা রেখে আমরা নতুন করে কোনও কর্মসূচি দিচ্ছি না।

এরআগে, গত মঙ্গলবার (১৪ মে) ছাত্রলীগের কমিটি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কমিটিতে অছাত্র, ছাত্রদল, বিবাহিত, মাদক ব্যবসায়ী, বিতর্কিতরা রয়েছেন বলে অভিযোগ তোলেন নেতাকর্মীরা। তারা কমিটি থেকে বিতর্কিতদের সরিয়ে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। দাবি আদায়ে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। অবশেষে ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে তার প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখে নতুন কোনও কর্মসূচি না দেওয়ার কথা বলেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন অভিযোগে বিতর্কিত ৯৯ জনের নামের তালিকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে গত কমিটির প্রচার সম্পাদক সাঈফ বাবু বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন এবং সে নিদের্শনার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি, সেহেতু আমরা আর নতুন কোনও কর্মসূচিতে যাচ্ছি না। আর যদি প্রধানমন্ত্রীর নির্দেশ মানা না হয়, তাহলে কঠোর কর্মসূচিতে যাবো। এর জন্য আমরা কোনও সময় বেঁধে দেবো না। কারণ আমরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখছি।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের সাধারণ সম্পাদক (গোলাম রাব্বানী) বার বার একটা কথা বলেন যে, ছাত্রলীগের কমিটি ‘চুলচেরা’ বিশ্লেষণ করে হয়েছে। কিন্তু এত বিশ্লেষণের পরেও যদি ১৭ জনের নাম পাওয়া যায়, তাহলে আমরা আরেকটু বিশ্লেষণ করে ১০০ জনের নাম পেতেতো কোনও সমস্যা নাই। আমরা জানি তারা প্রচুর মিথ্যা কথা বলেন। কারণ কমিটি হওয়ার পর আমরা যখন আন্দোলন করতে আসি, তখন তারা বলেছিল আমরা অযৌক্তি আন্দোলন করছি। কিন্তু আমরা যদি আন্দোলন না করতাম তাহলে এই সতেরো জনের নাম বের হতো না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক থেকে পদত্যাগকারী খাজা খায়ের সুজন, গত কমিটির প্রচার সম্পাদক সাঈফ বাবু, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি ফরিদা পারভীন, ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার, তানভীর হাসান সৈকত প্রমুখ।

 

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ