X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কেক কেটে বাংলা ট্রিবিউনের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ২০:৫৬আপডেট : ২২ মে ২০১৯, ২২:২৬

তথ্যমন্ত্রীকে নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন

কেক কেটে পালিত হলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের পঞ্চম বর্ষপূর্তি। বুধবার (২২ মে) বিকালে রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের পরিচালনা পরিষদের সদস্য বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ, বাংলা ট্রিবিউন পরিচালনা পরিষদের পরিচালক এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ, সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

অনুষ্ঠানের শুরুতে তথ্যমন্ত্রী, বাংলা ট্রিবিউনের প্রকাশক এবং সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

তথ্যমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় পরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘উন্নত, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বাংলা ট্রিবিউন স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছে, যা সত্যি উৎসাহব্যঞ্জক। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে বাংলা ট্রিবিউন এ অবস্থান তৈরি করেছে।’

এ সময় অনলাইন মাধ্যমে শৃঙ্খলা আনা জরুরি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা অনলাইনগুলোর রেজিস্ট্রেশন চালু করবো। বাংলাদেশে এখন অনলাইনগুলোর রেজিস্ট্রেশন নেই। এর জন্য কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছিল। সেগুলো করার পর রেজিস্ট্রেশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা করা হয়নি। আমরা অনলাইনের রেজিস্ট্রেশন খুব সহসাই শুরু করবো এবং এটা খুব দেখে-শুনে দেওয়া হবে। অনেকেই অনলাইন একটা খুলে সাংবাদিক কার্ড দিয়ে দেয় এবং অনলাইনটিকে ভিন্ন কাজে ব্যবহার করে। এসব প্রতিরোধে অনলাইনের রেজিস্ট্রেশন থাকা প্রয়োজন।

বাংলা ট্রিবিউন পরিচালনা পরিষদের পরিচালক এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, পাঁচ বছর খুব কম সময় না, আবার অনেক বেশি সময়ও না। এ সময়ের মধ্যে বাংলা ট্রিবিউন সফলতা পেয়েছে। তবে এর পেছনে অনেক চ্যালেঞ্জিং সময় আমরা সবাই অতিক্রম করেছি। আমার দৃঢ়বিশ্বাস ও আশা, বাংলা ট্রিবিউন শুধু ৫ বছর নয়, আগামী ১০০ বছরে সাংবাদিকতার প্রথম কাতারে থাকবে।

বর্ষপূর্তি উপলক্ষে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রকাশক কাজী আনিস আহমেদ বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ বলেন, বাংলা ট্রিবিউনের সহকর্মীদের নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, নিষ্ঠার কারণে পাঁচ বছরে আমরা একটা জায়গায় পৌঁছেছি। এর মধ্যে মালিক বা প্রকাশক হিসেবে যে সাপোর্টটা আমরা দেই তারও একটি গুরুত্ব আছে। আমরা যদি ঠিকমতো আর্থিক সাপোর্ট না দেই, অন্যান্য সুযোগ-সুবিধা যদি না দেই, তাহলে আপনারাও সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন না। কিন্তু আরও অনেক অনলাইন পত্রিকা আছে, যেখানে এ ধরনের সুযোগ-সুবিধা হয়তো বিরাজ করে। তারপরও বাংলা ট্রিবিউন আস্থার দিক থেকে যথেষ্ট একক একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, বাংলা ট্রিবিউনের এই তারুণ্যনির্ভর টিমের ওপর আস্থা রাখার ফল আমরা পেয়েছি। ভুল যে আমাদের একেবারই হয় না, তা বলা ঠিক হবে না। কিছু ভুল হওয়ার পরেও তরুণদের এই টিম আমাদের গাম্ভীর্যের জায়গায় নিতে পেরেছে, আমরা কোনও নিউজ করলে সেটা সবাই সিরিয়াসলি নেন। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।

ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বলেন, আমি বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেলসহ সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। উচ্চমানের সাংবাদিকতায় বাংলা ট্রিবিউন পাঁচ বছর পার করেছে। আমরা এজন্য বাংলা ট্রিবিউনকে আমাদের অঙ্গপ্রতিষ্ঠান বলতে খুবই গর্ববোধ করি। বাংলা ট্রিবিউনের বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য সাংবাদিকতার কারণে আমরাও লাভবান হয়েছি। কারণ, আমরা বাংলা ট্রিবিউনের প্রতিবেদন আমাদের পত্রিকায় ছাপিয়ে থাকি।

বাংলা ট্রিবিউনের পুরস্কারপ্রাপ্ত কর্মীরা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের উদ্দেশে বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল বলেন, বাংলা ট্রিবিউনের বেতনগত কোনও সংকট নেই। কিন্তু সংকটের জায়গা হচ্ছে স্বাধীনভাবে সংবাদ প্রকাশে আমরা চাপ অনুভব করি, সেটা বিভিন্ন মহল থেকেই। যেমন সরকারের কাছ থেকে, জঙ্গিগোষ্ঠীর কাছ থেকেও চাপ অনুভব করি। আমরা আসলে অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগি। এক্ষেত্রে আপনি যেহেতু আমাদের অভিভাবক, আপনার কিছু করার আছে কিনা সেটা দেখবেন। আর আমরা যেন ভালোভাবে সংবাদ প্রকাশ করতে পারি, ভুঁইফোড় অনলাইন পোর্টাল যেগুলো আছে, সেগুলো যেন বন্ধ করা হয়।

এরপর কেক কেটে বাংলা ট্রিবিউনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বাংলা ট্রিবিউন ওমর ফারুক বর্ষসেরা রিপোর্টারদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট এবং বর্ষসেরা ১০ কর্মীকে পুরস্কৃত করা হয়। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রকাশক ড. কাজী আনিস আহমেদ, সম্পাদক জুলফিকার রাসেল ও রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা ট্রিবিউনের প্রয়াত বিশেষ প্রতিনিধি ওমর ফারুকের স্ত্রী সানজিদা ফারুক ও তার দুই সন্তান উপস্থিত ছিলেন।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের