X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

উত্তরখানে সাকিব হত্যা মামলায় তিনজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ২১:২৬আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৩৯

আদালত

রাজধানীর উত্তরখানে সাকিব হোসেন (২০) হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার তিন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ জুন) ঢাকা মহানগর হাকিম মুরশেদ আল মামুন ভুইয়া এ আদেশ দেন।

এদিন দুপুরে তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেককে ১০দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন– শাহীন মিয়া ওরফে ব্ল্যাক শাহীন (২৪), মঞ্জুরুল ইসলাম ওরফে মিজু (২৪) ও ফরহাদ হোসেন (২৬)।

এর আগে ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরখান থানার বাটুলিয়া এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গতকাল মঙ্গলবার (১৮ জুন) দুপুরে র‌্যাবের কাওরান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, ‘গ্রেফতার যুবকদের কাছ থেকে সাকিব হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এরপর তাদের দেওয়া তথ্যে উত্তরখানের কাঠালতলা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।’

গত ১৫ জুন বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর উত্তরখান থানার নদীর পাড় বাটুলিয়া এলাকায় সাকিব ও তার বন্ধু শিপন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। এতে সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত হন শিপন। এই ঘটনায় উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

/টিএইচ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড