X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

দুর্বৃত্তের ছোড়া কেমিক্যালে ঝলসে গেছেন মাদ্রাসাছাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ০৫:৪২আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৮:৪০

ঢামেকের বার্ন ইউনিট ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তের ছোড়া কেমিক্যালে মিনহা রাফিদা (২০) নামে এক মাদ্রাসাছাত্রী ঝলসে গেছেন। দগ্ধ মিনহা পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল যোগে দুই যুবক এসে তার গায়ে কেমিক্যালে ছুড়ে দিয়ে পালিয়ে যায়। এতে তার মুখ ও হাত ঝলসে যায়।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মিনহা রাফিদা গফরগাঁও উপজেলার পাগলা থানার চর সাকচুড়া গ্রামের পল্লি চিকিৎসক মোহাম্মদ সালাউদ্দিনের মেয়ে।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

দগ্ধ শিক্ষার্থীর বড় ভাই নুর উদ্দিন খাঁন বলেন, ‘শনিবার সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তারাটিয়ার নির্জন জায়গায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে আসা দুই তরুণ আমার বোনের গায়ে কেমিক্যাল ছুড়ে মারে। এতে তার দুই হাত আর নাক থেকে থুতনি পর্যন্ত ঝলসে যায়। এসময় মিনহা চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। তার মুখে ও হাতে পানি ঢালা হয়।’

তিনি বলেন, ‘পরে মিনহাকে হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন।’

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, কেমিক্যাল বার্নে রোগীনির মুখ এবং দুই হাত ঝলসে গেছে। তবে সেটা এসিড জাতীয় কিনা, তা পরীক্ষা করে বলা যাবে। বর্তমানে সে বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।
এই ঘটনায় শনিবার পাগলা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

 

/এসজেএ/এআইবি/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার