X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ২৭ বই শিক্ষার্থীদের মাঝে বিতরণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৯, ০৫:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৫:৪৩

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক শিশু একাডেমি প্রকাশিত ২৭টি গ্রন্থ ক্রয় ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ, পড়ার সুযোগ সৃষ্টি এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের এসব বই উপহার হিসেবে দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে গত ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশির মহাপরিচালককে নির্দেশ দেয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক গ্রন্থ শিশুদের পড়ার সুযোগ তৈরি করে দেওয়ার অনুরোধপত্র দেয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাউশির মহাপরিচালককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এর পরিপেক্ষিতে মাউশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষা সংশ্লিষ্টদের বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ২৭টি গ্রন্থ শিশুদের পড়ার সুযোগ সৃষ্টি এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের এসব বই উপহার হিসেবে দেওয়ার জন্য নির্দেশ দেয়।

যেসব বইয়ের কথা বলা হয়েছে
লুৎফর রহমান রিটনের ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু, সেলিনা হোসেনের প্রিয় মানুষ বঙ্গবন্ধু, হাসেম খানের শুভেচ্ছা পত্র-১ ও শুভেচ্ছা পত্র-২, মুনতাসীর মামুনের ৭ই মার্চ: বঙ্গবন্ধুর অসামান্য ভাষণ, আহমাদ মাযহার ও সুজন বড়ুয়ার ছোটদের বন্ধু বঙ্গবন্ধু-১, মুহাম্মদ সামাদের ছোটদের বন্ধু বঙ্গবন্ধু-২, হাসেম খানের রঙছবি-১ ও রঙছবি-২, বেলাল চৌধুরী ও হাবীবুল্লাহ সিরাজীর কবিতায় বঙ্গবন্ধু, সেলিনা হেসেনের Our Beloved Sheikh Mujib, বেবী মওদুদের ছেলেবেলায় শেখ মুজিব, সুব্রত বড়ুয়ার বঙ্গবন্ধুর স্বপ্ন ও সংগ্রাম, সুব্রত বড়ুয়া ও মুনতাসীর মামুনের মানুষের বন্ধু বঙ্গবন্ধু, কোষগন্থ, খ্যাতিমানদের চোখে বঙ্গবন্ধু (বাংলা ও ইংরেজি), Father of The Nation His Life and Achievement, মুনতাসীর মামুনের Bongobondhupedia, মুহাম্মদ শফিকুর রহমানের বঙ্গবন্ধু বললেন (বাংলা ও ইংরেজি), হাসেম খান ও মুনতাসীর মামুনের শেখ মুজিবের জীবন: ২৬টি চিত্র, ২৬টি ঘটনা (বাংলা ও ইংরেজি), হাসেম খান ও মুনতাসীর মামুনের ২৬ চিত্রে শেখ মুজিব, আলুপ্তগীন তুষার ও ফাল্গুনী হামিদের শিল্পীর আঁকায় শেখ মুজিব, আব্দুল মোমেন মিল্টন ও সুজন বড়ুয়ার রং রেখায় খোকার ছেলেবেলা, গোলাম সামদানী কোরায়েশীর বঙ্গবন্ধু শেখ মুজিব এবং শিশুদের লেখা চিঠির সংকলনগ্রন্থ বঙ্গবন্ধুকে লেখা চিঠি।

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ