স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) বিকাল চারটার দিকে তাকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।
লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
লন্ডনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
এরপর সেন্ট্রাল লন্ডনের হোটেল হিলটনের লবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
এর আগে, শনিবার (৩১ আগস্ট) সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ে। আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।