X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসলামপুরে ১০৫ টন বন্ডেড চোরাই ফেব্রিকস আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৯

ইসলামপুরে ১০৫ টন বন্ডেড চোরাই ফেব্রিকস আটক

বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিকস চোরাই পথে খোলাবাজারে বিক্রি প্রতিরোধে পুরান ঢাকার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় অভিযান শেষ হয়।

অভিযান শেষে মোট প্রায় ১০৫ টন উন্নতমানের শার্টিং, স্যুটিং, পর্দার কাপড় জব্দ করে কাস্টমস গুদামে প্রদান করা হয়েছে। আটক পণ্যের মোট মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

জানা গেছে, ইসলামপুর এলাকার বিভিন্ন পাইকারি মার্কেটে বন্ডেড চোরাই ফেব্রিকস এর বাণিজ্য সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ পায় ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। এরপর উপকমিশনার রেজভী আহম্মেদ ও ফখরুল আমিন চৌধুরী এবং সহকারী কমিশনার মো. আল আমিন, শরীফ মোহাম্মদ ফয়সাল ও আকতার হোসেনের সম্মিলিত নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১০০ জন কাস্টমস কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়। এছাড়াও ডিএমপি এবং সিআইডি পুলিশ অভিযানে সহায়তা করেছে।

ইসলামপুর এলাকার আল ইসলাম প্লাজা এবং শুভরাজ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে মোট ৭টি গোপন গুদামে বিপুল পরিমাণ বন্ডেড চোরাই ফেব্রিকস মজুদ পাওয়া যায়। এসব ফেব্রিকস বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করে অবৈধভাবে চোরাই বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় চোরাকারবারি-সন্ত্রাসীরা সংগঠিত হয়ে কাস্টমস এর অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে শুরু করে। তারা মার্কেটের বাইরের রাস্তা ব্লক করে দিয়ে স্লোগান দেয় এবং কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করে। এসময় ডিএমপি সদর এবং স্থানীয় কোতয়ালি থানা থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভিযান সম্পন্ন করা হয়।

সহকারী কমিশনার মো. আল আমিন জানান, অভিযান শেষে মোট প্রায় ১০৫ টন উন্নতমানের শার্টিং, স্যুটিং, পর্দার কাপড় জব্দ করে কাস্টমস গুদামে জমা প্রদান করা হয়েছে। আটক পণ্যের মোট মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এর বিপরীতে ফাঁকি শুল্ক-করাদির পরিমাণ প্রায় সোয়া ৩ কোটি টাকা। বিশেষ অনুসন্ধান ও মামলা দায়েরের মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সংশ্লিষ্ট গার্মেন্টস-বন্ড প্রতিষ্ঠানসমূহ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

 

 

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৭ মে কোরিয়ায় শুরু এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও কংগ্রেস
২৭ মে কোরিয়ায় শুরু এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও কংগ্রেস
প্রধান উপদেষ্টাকে মাঝপথে চলে না যাওয়ার অনুরোধ করেছি: চরমোনাই পীর
প্রধান উপদেষ্টাকে মাঝপথে চলে না যাওয়ার অনুরোধ করেছি: চরমোনাই পীর
‘নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে আক্রমণে সরকারের নীরবতা হতাশার’
‘নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে আক্রমণে সরকারের নীরবতা হতাশার’
ত্রিশালে জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন
ত্রিশালে জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি