X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বিহারি ক্যাম্পে সংঘর্ষে পুলিশসহ আহত কমপক্ষে ২০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৭:০০আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৭:১২

 

বিহারি ক্যাম্প এলাকায় পুলিশের অবস্থান রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিহারি, স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশের দাবি, বিহারিদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তাদের ১৫-২০ জন সদস্য আহত হয়েছেন। সংঘর্ষে বিহারিরা তাদের শতাধিক লোক আহতের দাবি করলেও পুলিশ তা অস্বীকার করেছে। জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে শনিবার (৫ অক্টোবর) দুপুরে ক্যাম্পের মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত এখানে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিহারিরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ১৫ থেকে ২০ জন সদস্য আহত হন। তাদের সবার পায়ে ইটের আঘাত রয়েছে। ক্যাম্পের প্রায় ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি রয়েছে। তারা বিদ্যুৎ বিল দেবে না বলে রাস্তায় আন্দোলন চালায়।’

ক্যাম্পের ভেতরে পুলিশ এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান মিজান তাদের বোঝানোর জন্য এলে তাকে মারধর করে বিহারিরা। পুলিশ তাকে আহতাবস্থায় উদ্ধার করেছে। এছাড়া বিহারিরা পুলিশের মোহাম্মদপুর থানার একটি গাড়ি ভাঙচুর করেছে। আমরা এখন অভিযান পরিচালনা করছি। যারা হামলা চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ক্যাম্পের ভেতর থেকে সাতজন বিহারি যুবককে আটক করা হয়েছে।’

এদিকে, জেনেভা ক্যাম্পের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে লোডশেডিং বেশি হয়। আমাদের বিদ্যুৎ বিল জাতিসংঘ থেকে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপিডিসি পায়। আমাদের কোনও চাকরি নেই। আমরা কোথা থেকে বিল দেবো।’

আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয় ক্যাম্পের বাসিন্দা জোনায়েদ জুয়েল বাংলা ট্রিবিউনকে জানান, লোডশেডিংয়ের নামে প্রতিদিন ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে রাখতো ডিপিডিসি। এজন্য দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের বাসিন্দারা রাস্তায় নামে। পরে স্থানীয় কাউন্সিলর মিজান সেখানে এলে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাঠিচার্জ শুরু করে। দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পের শতাধিক নারী-পুরুষ আহত হয়েছে। তবে এত সংখ্যক বিহারির আহতের দাবি অস্বীকার করেছে পুলিশ।

আরও পড়ুন...

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সংঘর্ষ 



 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেজগাঁওয়ে নিখোঁজের এক সপ্তাহ পর ব্যক্তির মরদেহ উদ্ধার
তেজগাঁওয়ে নিখোঁজের এক সপ্তাহ পর ব্যক্তির মরদেহ উদ্ধার
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত দ্রুতই নেবে ইউজিসি’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত দ্রুতই নেবে ইউজিসি’
বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
ঢাকা স্টেডিয়ামে প্রথবারের মতো মোবাইল কোর্ট
ঢাকা স্টেডিয়ামে প্রথবারের মতো মোবাইল কোর্ট
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে