X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নিহত শিশু আহরারের পরিবারকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ২০:৫৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:১১

জাতীয় প্রেস ক্লাবে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করছে নিহত শিশু আহরারের পরিবার

আশুলিয়ার চারাবাগের শিশু আব্দুস সাত্তার আহরার (১১) হত্যা মামলায় আসামিদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এছাড়া খুনিদের প্রাণনাশের হুমকি-ধমকি থেকে রক্ষা পেতে পরিবার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে নিহত আহরারের পরিবারের পক্ষ থেকে এই দাবি জানান তার ভগ্নিপতি মুহম্মদ মফিজুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, নিহত আহরারের বড় ভাই আহমদুল্লাহ মাসুমের একটি সাক্ষাৎকার নেয় বেসরকারি একটি টিভি চ্যানেল। সেই সাক্ষাৎকারে আহমদুল্লাহ মাসুম তার ভাইয়ের হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন। কিন্তু, সেই টেলিভিশন কর্তৃপক্ষ গত ১০ অক্টোবর তাদের প্রচারিত প্রতিবেদনে হত্যাকাণ্ডের বিষয়টি এড়িয়ে গিয়ে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক অংশটুকু কেটে প্রচার করে। এর মাধ্যমে আরও স্পষ্ট হয়, কথিত সেই সাংবাদিক ইচ্ছাকৃতভাবে খুনিদের বাঁচানোর চেষ্টা করছে।

লিখিত বক্তব্যে  তিনি আরও বলেন, সেই ভিডিও’র মাধ্যমে প্রচার করে জানানো হয় যে, আমি দেশব্যাপী মিথ্যা মামলা দেওয়ার জন্য আদালত পাড়ায় ঘুরে বেড়াই। অথচ আমি ওই মামলার সাক্ষীদের নিয়ে আদালতে গিয়েছিলাম।

মুহম্মদ মফিজুল ইসলাম আরও বলেন, মামলার আসামিদের হুমকিতে এলাকা ছাড়া নিহতের পরিবার। আসামি সাইমনগং আমাদের পরিবারকে নতুন করে শায়েস্তার হুমকি দিয়েছে। এতে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বাদীর পরিবার।

এসময় নিহত শিশু আব্দুস সাত্তার আহরারের হত্যাকারীদের সঠিক বিচার নিশ্চিতে প্রকৃত খুনিদের চিহ্নিত করার জন্য এবং নিহতের পরিবারের পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের কাছে আহরারের পরিবারের নিরাপত্তা দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আহরারের ভাই মুহম্মদ আহমদুল্লাহ মাসুম, মুহম্মদ হামিদুল্লাহ মাসুদ, মুহম্মদ হাফিযুল্লাহ আবরার, মুহম্মদ আব্দুল গফফার আসরার, মুহম্মদ আনোয়ার, মুহম্মদ মনোয়ার ও অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, আশুলিয়া থানার চারাবাগ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মফিজুল ইসলামের শ্যালক আব্দুস সাত্তার আহরারকে (১৩) নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় সাইমনসহ আরও কয়েকজনের নামে  আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন মফিজুল।

বিষয়টি সম্পর্কে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এস আই অহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এই মামলার চার্জশিট আরও ৭-৮ মাস আগে আদালতে দাখিল করেছি। এটা বর্তমানে বিচারাধীন আছে। তবে আহরারের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে আমাদেরকে কিছু জানানো হয়নি কিংবা কোনও জিডিও করেনি তার পরিবার।

 

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঋতুপর্নার জোড়ায় মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ, মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ
ঋতুপর্নার জোড়ায় মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ, মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ
সিলেটের ডিসির প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান সাবেক মেয়র আরিফুলের
সিলেটের ডিসির প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান সাবেক মেয়র আরিফুলের
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি