X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জেমকন তরুণ কথাসাহিত্য ও কবিতা পুরস্কার পেলেন অভিষেক ও রফিকুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৭:৩১আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৮:২৪
image

জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ও তরুণ কবিতা পুরস্কার ২০১৯ পেয়েছেন যথাক্রমে অভিষেক সরকার ও রফিকুজ্জামান রণি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) লিট ফেস্টের প্রথম দিন বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

জেমকন তরুণ কথাসাহিত্য ও কবিতা পুরস্কার পেলেন অভিষেক ও রফিকুজ্জামান
অভিষেক সরকারের ছোটগল্প ‘নিষিদ্ধ’ এবং রফিকুজ্জামান রণির ‘ধোঁয়াশার তামাটে রঙ’ কবিতার পাণ্ডুলিপির জন্য তাদের পুরস্কৃত করা হয়। জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ তাদের হাতে পুরস্কার হিসেবে এক লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেন। এ সময় কাজী আনিস আহমেদ বলেন, ‘জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আজকের কাগজ ও কাগজ প্রকাশন ২০০০ সালে প্রথম তরুণদের সৃজনশীল লেখার পাণ্ডুলিপি আহ্বান করে। আহ্বানকৃত পাণ্ডুলিপি থেকে নির্বাচিত পাণ্ডুলিপিকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কৃত পাণ্ডুলিপিটি কাগজ প্রকাশন পরবর্তী বছর বইমেলায় গ্রন্থাকারে প্রকাশ করে।’
তিনি আরও বলেন, ‘অনেক বিখ্যাত লেখক এই পুরস্কার পেয়েছেন। তাদের পুরস্কৃত করার মধ্য দিয়ে জেমকন সাহিত্য পুরস্কার তার নিজস্ব মর্যাদা অর্জন করেছে। আমাদের এটাও মনে হয়েছে, শুধু সেরা লেখক বা সেরা বইকে পুরস্কার প্রদান করলে সাহিত্যের প্রতি সম্পূর্ণ সুবিচার করা হয় না। তাই নতুনদের সাহিত্যে জায়গা দেওয়ার চিন্তা থেকে তাদের উৎসাহ দেওয়ার জন্য এই তরুণ পুরস্কারের প্রবর্তন।’
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে রফিকুজ্জামান রণি বলেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ এবং আনন্দিত। ধন্যবাদ জানাই আয়োজকদের।’
অভিষেক সরকার বলেন, ‘এটি শুধু পুরস্কার নয়, সামনে আগানোর অনুপ্রেরণা।’ এ সময় কথাসাহিত্যিক আক্তার হোসেন, প্রশান্ত মৃধা, পশ্চিম বাংলার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাক আহমেদ, কবি গৌতম গুহ রায়, কথাসাহিত্যিক পাপড়ি রহমান, কবি মৃদুল দাশগুপ্ত, কবি সাজ্জাদ শরিফ, কবি জুয়েল মাজহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম রেজা।

 

এইচএন/এনএ/এমওএফ/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান