X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতের অফিস ছাড়ার নির্দেশে আসক-এর উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৯, ০১:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০২:০৪

আসক

আবাসিক এলাকা থেকে দুই মাসের মধ্যে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-কে অফিস ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজউকের অভিযানে এই সিদ্ধান্তের পর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। আসক-এর নির্বাহী পরিচালক শীপা হাফিজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বলা হয়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর লালমাটিয়ার কার্যালয়ের ভবন মালিকের গ্যারেজে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার আইন ও সালিশ কেন্দ্র (আসক) কার্যালয়ে আসেন। আসক কেন আবাসিক এলাকায় অফিস পরিচালনা করছে তা জানতে চান তিনি। তখন আসক-এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের নিকট প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয় এবং অবহিত করা হয় যে- ভবনের ভাড়াটিয়া হিসেবে চুক্তি অনুযায়ী সব শর্ত মেনেই অফিস পরিচালনা করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আরও জানানো হয় যে- আসক একটি সেবামূলক, অলাভজনক ও মানবাধিকার প্রতিষ্ঠান এবং আসক কোনও ধরনের আর্থিক কিংবা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে না।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ (ক) ধারা মতে আসক-কে আগামী দুই মাসের মধ্যে কার্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদানের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে প্রদানের নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনটি এবং আইনের সংশ্লিষ্ট ধারাটি আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর জন্য প্রযোজ্য নয় বলে অবহিত করার পর ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেট বিষয়টি আমলে না নিয়ে জরিমানা বহাল রাখেন এবং জরিমানা ও স্বীকারোক্তিমূলক স্বাক্ষর আদায় করেন। এসময় ভ্রাম্যমান আদালতের কাছে এই আদেশের কপি আসককে প্রদানের অনুরোধ করলে তিনি অপারগতা প্রকাশ করেন। এমনকি আসক-এর পক্ষ থেকে লিখিতভাবে আবেদন জানানোর পরেও তিনি আসক-কে আদেশের কপি প্রদান করেননি।

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
আবু সাঈদ হত্যা মামলাঅভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা
ঢাকায় চিকিৎসায় এসে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’