X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন সাহসী কবি রবিউল হুসাইন’

ঢাবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ২১:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২২:৫৮

‘মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন সাহসী কবি রবিউল হুসাইন’ কবি ও স্থপতি রবিউল হুসাইন স্মরণে অনুষ্ঠিত নাগরিক স্মরণসভায় বক্তারা তাকে প্রকৃত দেশপ্রেমিক ও সাহসী কবি বলে অভিহিত করেছেন। বক্তারা বলেন, রবিউল হুসাইন ছিলেন দেশপ্রেমিক ও সাহসী কবি। দেশের গণতন্ত্র ও সাংস্কৃতিক আন্দোলনে তিনি লেখনীর মাধ্যমে মানুষের মনে অনুপ্রেরণা জুগিয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘রবিউল ছিলেন একজন দেশপ্রেমিক কবি। তাকে হারিয়ে সমগ্র জাতি আজ শোকাহত। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, ভাবতে পারিনি! বয়সে তিনি আমার চেয়ে অনেক ছোট। সেদিন তাকে আমি মেডিক্যালে দেখতে গেলাম, বেশ হাসি-খুশি দেখেছি। আমরা এক এক করে সবাইকে হারাতে চলেছি। সবাই তার জন্য দোয়া করবেন।’


চিত্রশিল্পী হাশেম খান বলেন, ‘৪০ বছর ধরে তার সঙ্গে ছিল আমার সখ্য। আমরা একসঙ্গে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ঢাকা নগর জাদুঘর, বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরের কাজ করেছি। তিনি চিত্রকলা নিয়ে নিবিড়ভাবে পরীক্ষা করে মন্তব্য করতেন।’
কবি কামাল চৌধুরী বলেন, ‘কবির কাজ অন্বেষণ। তাই তাকে কখনও কখনও স্থপতিও হতে হয়। রবিউল হুসাইন ছিলেন তেমনি একজন। মুক্তিযুদ্ধের প্রশ্নে তিনি কখনও আপস করেননি।’

রবিউল হুসাইনের লেখা নিয়ে বাংলা একাডেমি থেকে রচনাসমগ্র বের করা হবে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এ জন্য কবির অপ্রকাশিত লেখাগুলো বাংলা একাডেমিকে দিতে তিনি পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, কবি মুহম্মদ নূরুল হুদা, কবির ছেলে জিসান হুসাইন রবিন, বোন বিউটি হুসাইন, ভাই তারিক হুসাইন, কবির ভাগ্নে অর্ণব হাসান, কবি কাজী রোজী, কেন্দ্রীয় কচিকাচার আসরের সহ-সভাপতি রওশন আরা ফিরোজ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি জালাল আহমেদ এ স্মরণসভায় কবির স্মৃতিচারণ করেন।
ছায়ানট সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘সম্মুখে শান্তি পারাবার’ পরিবেশনায় শুরু হয় স্মরণসভা। কবি তারিক সুজাত পাঠ করেন প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের লেখা শোকপত্র। এতে তিনি বলেন, ‘তার সান্নিধ্য সবার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা, তার কাছে সহজিয়া মানুষ পেয়েছে নির্ভরতা। ইতিহাসের গভীরে প্রোথিত তার বাঙালি সত্তা, অন্যদিকে বাঙালির নবজাগরণে তিনি দৃঢ় প্রত্যয়ী। তিনি আমাদের প্রেরণা, মানবতা, স্বদেশপ্রেম ও সৃজনের দীক্ষাদাতা।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এটি সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। স্মরণসভার পরে কবি রবিউল হুসাইনের কবিতা পাঠ করেন কবি ও আবৃত্তিশিল্পীরা।
কবি ও স্থপতি রবিউল হুসাইন গত মঙ্গলবার (২৬ নভেম্বর) মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালের একুশে পদকে ভূষিত হন তিনি। 

আরও পড়ুন...
কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
গোপালপুর উপজেলা পরিষদগরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে