X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বিজয়ের প্রথম প্রহরে আতশবাজি আর ফানুসের ঝলকানি

সিরাজুল ইসলাম রুবেল
১৬ ডিসেম্বর ২০১৯, ০১:৪৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:২২

ফানুস উড়িয়ে বিজয় উদযাপন বিজয় দিবসকে বরণ করতে বিকাল থেকে অপেক্ষার প্রহর গুনছিল সবাই। ঘড়ির কাঁটা ঠিক যখন ১২টায় রাতের আকাশে উড়তে থাকলো অসংখ্য রঙিন আতশবাজি আর ফানুস। সমবেত কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রবিবার দিবাগত রাতে টিএসসি চত্বরে দিবসটি উদযাপন করতে আসা শিক্ষার্থীরা নানা আয়োজনে মেতে ওঠেন বিজয়ের আনন্দে।
বিজয় দিবসকে স্বাগত জানাতে হাজারও শিক্ষার্থীর সমাগম টিএসসিতে। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে অর্জিত বিজয়কে বরণ করতেই ‘রক্তে রাঙা বিজয় আমার’ ব্যানারে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভিত্তিক সকল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার বিকাল থেকে শুরু হয় বিভিন্ন কর্মসূচি।
আতশবাজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ হোসেন এসেছেন বিজয় দিবসকে উদযাপন করতে। নিজের অনুভূতি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না। জানতে চাইলে বেশ আবেগ ভরা কণ্ঠে বললেন, ‘বিজয় দিবস সবার কাছে একটি আবেগের দিন। এ দিনটি উদযাপনে মনের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করে। আতশবাজি আর ফানুস উড়িয়ে বিজয় উদযাপন করে ভালোই লাগলো।’
তার মতো ক্যাম্পাসে হাজির হাজারও শিক্ষার্থী। আবাসিক হলের ছাত্রীরাও যোগ দিয়েছেন উদযাপনে। নৃত্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিতালী মণ্ডল বলেন, ‘দিনটি আমাদের কাছে অন্য দিনের মতো নয়। বিশেষ এ দিবসটি ভিন্নভাবে উদযাপন করতেই আমাদের এতো আয়োজন। বিজয়ের ৪৮তম বার্ষিকীতে পৌঁছে গেছে দেশ। এই দিনটি আমাদের সবার কাছে মর্যাদাপূণ একটি দিন।’
এদিকে বিজয়ের ৪৮ বছরে ৪৮টি ফানুস উড়িয়ে দিবসটিকে বরণ করে টিএসসি’র সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। এ সময় বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। দিনটিকে কেন্দ্র করে ক্যাম্পাসের ভবনগুলো সাজানো হয় বর্ণিল সাজে।

 

/ওআর/
সম্পর্কিত
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার