X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঢাবির জিয়া হলের প্রভোস্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৭

ঢাবির জিয়া হলের প্রভোস্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে প্রভোস্ট অধ্যাপক জিয়া রহমানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পদত্যাগ দাবিতে হল প্রভোস্টের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন হল সংসদ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষে সকালে হলের শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে যান। সেখানে টিশার্ট এবং সকালের নাস্তা দেওয়া হয়। পরে নিম্নমানের খাবার এবং টিশার্ট দেওয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীরা হলে ফিরে আসেন। সেখানে এসে প্রভোস্টের পদত্যাগ দাবি করে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। সকাল থেকে তারা বিভিন্ন স্লোগান দিয়ে হল প্রভোস্টের পদত্যাগ দাবি করেন।

দুপুরের দিকে হল প্রভোস্ট ও অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান হলে আসলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান। প্রভোস্ট তার কার্যালয়ে প্রবেশ করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার কুশপুতুল দাহ করেন।

ওই হলের আবাসিক শিক্ষার্থী ও সমাজকল্যাণ ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র সাদ্ উদ্দিন খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি বছর হলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় নিম্নমানের খাবার পরিবেশন করে। হলের উন্নয়নে প্রভোস্ট তেমন কোন কাজও করেননি। বিভিন্ন দুর্নীতির সঙ্গে তিনি জড়িত রয়েছে বলে জানি। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করছেন।’

খবর পেয়ে বেলা ১২টার দিকে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঘটনাস্থলে যান। সেখানে তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বেলা সাড়ে ৩টার দিকে উপাচার্যের কার্যালয়ে যান। পরে সেখানে হল প্রভোস্টসহ উপাচার্যের সঙ্গে বৈঠক করেন।

এসব অভিযোগের বিষয়ে হলের প্রভোস্ট জিয়া রহমান বলেন, হলের আবাসিক শিক্ষার্থীদের সাব কমিটি করে সব আয়োজন করা হয়েছে। যদি খাবার এবং টিশার্ট নিম্নমানের হয়, তাহলে শিক্ষার্থীরা আমাদের অবহিত করতে পারতো। অন্য হলের টিশার্টের সঙ্গে তুলনা করে দেখুন, আন্দোলন করলে তো কিছু করার নেই।

/টিটি/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের