X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘হামলাকারীরা গ্রেফতার না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপির কার্যালয়ে ঘেরাও হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৭

ডিইউজের মানববন্ধন সাংবাদিকরা ঝুঁকিতে থাকলে রাষ্ট্রও ঝুঁকিতে থাকে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন, ‘দেশে একের পর এক সাংবাদিক  নির্যাতন ও হামলার ঘটনা ঘটলেও কোনও প্রতিকার হচ্ছে না।  সরকার  অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপির কার্যালয় ঘেরাও করা হবে।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারায় ‘নিরাপদ সাংবাদিকতা চাই, কণ্ঠরোধ নয়, চাই স্বাধীন সাংবাদিকতা’ শীর্ষক মানববন্ধনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘সাংবাদিক সমাজকে রক্তাক্ত করা মানে গোটা জাতিকে রক্তাক্ত করা। জাতিকে রক্তাক্ত করা মানেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্তাক্ত করা। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যদি মনে করেন সাংবাদিক সমাজ ঘুমিয়ে আছে তাহলে আপনি ভুল করবেন। রাস্তায় না দাঁড়ালে সাংবাদিকদের ওপর হামলার আসামিকে পুলিশ গ্রেফতার করে না। আজ বিভিন্ন পেশার মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। কিন্তু আমরা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হতে পারি না। দোষীদের অতিদ্রুত গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আইজিপির ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।’

ডিইউজে’র অর্থ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি বলেন, ‘আজ আমরা এখানে থাকার কথা নয়। আজ ফাল্গুন উৎসব। সেখানে আমাদের থাকার কথা। আমরা জানি না ফাল্গুন উৎসবে গেলে সেখানে আমাদের আঘাত করা হবে কিনা। যারা সরকারকে বিব্রত করতে চায়, যারা রাষ্ট্রকে বিতর্কিত করতে চায় তারাই এ ধরনের কাণ্ড ঘটাচ্ছে।’

সংগঠনের সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘আমরা রুটি-রুজির নিশ্চয়তা চাই। পেশাগত সুরক্ষা চাই। প্রধানমন্ত্রী আপনি দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু সাংবাদিকরা ভালো নেই। সাংবাদিকদের বেতন হয় না। আমরা আর কতবার রাস্তায় দাঁড়াবো।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে পত্রিকার মালিকরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, বঙ্গবন্ধুর পক্ষে ছিলেন না, তখন একমাত্র সাংবাদিকরাই পক্ষে ছিলেন। ওয়ান ইলেভেনের সময় পত্রিকার মালিকরা ফখরুদ্দিন-মইনুদ্দিনের পক্ষে ছিলেন। কিন্তু আমরা সাংবাদিকরাই আপনাদের পক্ষে ছিলাম।’

সমাবেশে বক্তারা আরও বলেন, এখন যেভাবে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে তা রাষ্ট্র দেখেও না দেখার ভান করছে। আমরা কাজের নিরাপত্তা চাই। আমাদের কর্মস্থলের নিরাপত্তা চাই।

 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ