X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্তরা ভালো আছেন: আইইডিসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৩:০৮আপডেট : ১০ মার্চ ২০২০, ২০:২৮

করোনা আক্রান্তরা ভালো আছেন: আইইডিসিআর করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতনভাবে তা মোকাবিলার পরামর্শ দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনা নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। করোনা আক্রান্ত তিন জন ভালো আছেন। তাদের মধ্যে দুই জনের মধ্যে মৃদু সংক্রমণ ছিল। তবে আমরা এখনই তাদের ছাড়তে পারবো না। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী পর পর দুই পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাদের চিকিৎসাধীন থাকতে হবে।’

মঙ্গলবার (১০ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক এসব কথা বলেন।

তিনি আরও জানান, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন আরও চার জন এবং আইসোলেশনে আছেন আট জন। তবে তারা ভালো আছেন। বাকিদের নমুনা সংগ্রহ করেছি, কারও পরীক্ষা হয়েছে, কারও পরীক্ষা হয়নি। যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের নেগেটিভ এসেছে, রিপোর্ট দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হবে।

কোয়ারেন্টাইনে থাকা বাকি চার জনও আক্রান্ত তিন জনের সংস্পর্শে ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

প্রবাসীরা যারা দেশে ফিরছেন তাদের স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ‘দেশের বাইরে থেকে যারা এখন ফিরছেন, তাদের ১৪ দিন বাসায় থাকার জন্য (সেলফ কোয়ারেন্টাইন) বিশেষ অনুরোধ করা হয়েছে। অত্যাবশ্যকীয় না হলে তারা বাসার বাইরে যাবেন না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলেও মাস্ক ব্যবহার করতে হবে।’

সিনিয়র সিটিজেনদের উদ্দেশে তিনি বলেন, ‘৬৫ বছরেরও বেশি বয়স যাদের, তাদের জন্য বিশেষ অনুরোধ হলো−অত্যাবশ্যকীয় না হলে তারা যেন বাসার বাইরে না যান। সভা-সমাবেশ বা ভিড়ের মধ্যে না যেতে তাদের অনুরোধ করা হচ্ছে।’

করোনা ভাইরাস পরীক্ষা প্রসঙ্গে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় সাতটিসহ এখন পর্যন্ত মোট ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কেউ আক্রান্ত না।

এদিকে করোনা সংক্রান্ত হট লাইন চালুর পর গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৬৮টি কল এসেছে বলেও জানান তিনি। 

/জেএ/এএইচ/টিটি/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ