X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাবির ছুটি আবারও বাড়লো, করোনা সচেতনতায় কাজ করতে বললেন ভিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ২০:২১আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:৩৩

ড. আখতারুজ্জামান করোনা পরিস্থিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছুটি ৯ এপ্রিল থেকে বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়েছে৷ এ ছুটির মধ্যে করোনা প্রতিরোধে নিজ নিজ এলাকায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷

তিনি বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১১ এপ্রিল পর্যন্ত আমাদের অফিসের সব কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি সেবাদান চলবে৷'

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যে যেখানে থাকবে, সেখানে যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করে৷ তারা যেন সব ধরনের ইটিকেট এবং ব্যক্তিগত স্বাস্থবিধি মেনে চলে৷ এছাড়াও তারা যেন এসব বিষয়ে অন্যদেরও উদ্বুদ্ধ করে৷ আমি তাদের বার্তা দিতে চাই, “তোমরা যে যেখানে আছো, সেখানেই নেতৃত্বদানকারী মডেল হিসেবে ভূমিকা পালন করো৷” আমাদের ছেলে-মেয়েরা গ্রামীণ জনপদ থেকে আসা৷ তাদের সবাই ভালো চোখে দেখে। মানবিক বোধে তারা আদর্শ স্থানীয়৷ তাদের কথা মানুষ ভালোভাবে নেবে৷'

নাবিল প্রসঙ্গে

ভোলাতে সাংবাদিকের ওপর হামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন৷ তার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘সে যে কাজ করেছে তা অপরাধমূলক৷ কেউ অপরাধে জড়িত হলে আইন তার নিজস্ব গতিতে চলবে৷ আমাদের শিক্ষার্থীদের বলবো, “তোমরা নৈতিকতা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কোনও কাজে জড়িত হবে না৷” নাবিলের বিষয়েও তাই৷ তার অপরাধের তথ্যগুলো আমাদের কাছে আসলে আইনের আলোকে যথাযথভাবে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে৷'

প্রসঙ্গত, ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে জেলেদের জন্য আসা চাল চুরির অভিযোগ করেন সাংবাদিক সাগর চৌধুরী। এর পর তার ওপর বর্বর হামলা চালানোর অভিযোগ ওঠে জসিম উদ্দিনের ছেলে নাবিল হায়দারের বিরুদ্ধে। ক্ষোভ মেটাতে ওই সাংবাদিককে মোবাইল চোর ও ছিনতাইকারী অপবাদ দিয়ে পেটানো হয়। পরে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর ওই সাংবাদিকের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা সদরের রাজমনি সিনেমা হলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে।

 

/এসআইআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার