X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

হাজারো নিম্ন আয়ের মানুষকে ইফতার দিলো ‘করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ০৭:১৬আপডেট : ০২ মে ২০২০, ০৭:৪৪

ইফতার সামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক’ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক’। শুক্রবার  (১ মে) রাজধানীর মগবাজার-মিরবাগ, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা এবং কড়াইল এবং ঢাকার বাইরে নেত্রকোনায় এক হাজার ২৫০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় বলে জানান সংগঠনটির সমন্বয়ক আলিমুল কবির।  

আলিমুল কবির বলেন, ‘ভলান্টিয়ার টিমের সমন্বয়ে এক হাজার ২৫০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার (ইফতার) বিতরণ করা হয়। করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্কের উদ্যোগে প্রথম রমজান থেকেই বাড়ি থেকে রান্না করা খাবার সংগ্রহ করে বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয় এবং সংবেদনশীল মানুষদের সহায়তায় আজকের এই আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্কের উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচিতে মিরপুরে ভলান্টিয়ার সংগঠক হিসেবে ছিলেন আরশান কাফি সাজু ও রাসেল ইসলাম, মোহাম্মদপুরে উপস্থিত ছিলেন আহ্বায়ক আলিমুল কবীর এবং সংগঠক হিসেবে ছিলেন আল-আমিন রাজু, কড়াইলে সংগঠকের দায়িত্ব পালন করেছেন নিশাদ আঞ্জুম নিশি, মগবাজার-মিরবাগে-ধানমন্ডিতে ভলান্টিয়ার সংগঠক হিসেবে ছিলেন রুহুল আমিন, উত্তরায় স্থানীয় ভলান্টিয়ার সংগঠক হিসেবে কাজ করেন শুভ্র মামুন।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে। এটি সারাদেশে দুই হাজার ভলান্টিয়ারের মধ্যে একটি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। জীবাণুনাশক স্প্রে এবং ছয় হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরির মাধ্যমে শুরু থেকেই সেবামূলক কাজ করে আসছে সংগঠনটি। ডেড-বডি ম্যানেজমেন্টের প্রস্তুতিও রয়েছে তাদের। সামনের দিনে মানুষের পাশে আরও জোরালোভাবে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টাও চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তারা।

সংগঠনটির সমন্বয়ক দলের সদস্য পারভেজ হাসান সুমন বলেন, ‘করোনার কারণে নিম্ন আয়ের মানুষ অর্থনৈতিক সংকটে আছে। অনেকের ঘরেই খাবার নেই। রমজানে আত্মত্যাগের শিক্ষায় আমাদের এই মানুষদের পাশে মানবিকভাবে দাঁড়ানো উচিত মনে করেই এই উদ্যোগে সম্মিলিত হয়েছি। করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। তবে আরও বেশি মানুষের যুক্ত হওয়া প্রয়োজন।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল